পাবিপ্রবির ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্রের ৮ জনের জেল


পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে সহায়তার দায়ে ৮ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) ইলেক্ট্রনিক্স ডিভাইসসহ তাদেরকে আটক করে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তাদের কাছ থেকে পুলিশ ১৩টি ইলেক্ট্রনিক্স ডিভাইস ও সরঞ্জামাদি উদ্ধার করেছে। সন্ধ্যায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে জানান, শহরের বিভিন্নস্থান থেকে তাদের গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ামিন মনিরা তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলে পাঠান। এদের মধ্যে উল্লাপাড়ার আব্দুর রহমানের ছেলে ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র খালিদ বিন হাফিজ ওরফে নিলয়কে (২০) শহরের এলএমবি মার্কেটের স্টার হোটেল থেকে ৫টি ইলেক্ট্রনিক্স ডিভাইস ও নানা সরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছে। পাবনার আমিনপুরের নজরুল ইসলামের ছেলে ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাকিবুল ইসলামকে (২৯) শালগাড়ীয়ার গোলাপবাগ থেকে আটক করা হয়। তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও সদর থানার তারাবাড়ীয়া গ্রামের সাইদ হোসেনের ছেলে মিদুল (২০), ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের আব্দুস সালামের ছেলে মাহবুবুল আলম (২০), চাটমোহরের লক্ষীপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে শাহরিয়ার (২০), পাবনা শহরের দক্ষিণ রাঘবপুরের আহমেদ আলীর ছেলে তারেক হাসান (২২) ( এর কাছ থেকে ৮টি ডিভাইস), ফরিদপুর উপজেলার বনোয়ারীনগর গ্রামের আক্কাস আলীর ছেলে রাকিবুল ইসলাম ( ২০) ও আতাইকুলার ফলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরিফুলকে (২০) আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে একই বিচারক তাদের প্রত্যেককে ১ মাসের জেল ও ১ হাজার টাকা জরিমানা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *