চাল এর পর এবার বাজারে পেঁয়াজেরও দাম লাগামছাড়া
ডেক্স রির্পোট: এ বছর দুই দফা বন্যার পর থেকে কয়েক মাস ধরে শাক-সবজির জন্য চড়া মূল্য গুণতে হচ্ছে ক্রেতাদের। চালের দামও রয়েছে বাড়তি। তার উপর পেঁয়াজের এই দাম বৃদ্ধিতে হতাশ জহির বলেন, “চাল, শাক-সবজি, অন্যান্য তরকারির দাম অনেক আগেই নাগালের বাইরে চলে গেছে। এখন নতুন করে পেঁয়াজের দাম সীমা ছেড়ে গেছে। বিগত দিনে পেঁয়াজের দাম এতোটা বৃদ্ধি দেখিনি।” জহিরের মতো কারওয়ানবাজার থেকে পেঁয়াজ না কিনে চলে আসেন নিউ ইস্কাটনের মুদি দোকানি মো. আলতাফ হোসেন। তিনি বলেন, “সকালে বাজারে গিয়ে পেঁয়াজের দাম শুনে আর কিনলাম না। দেশি পেঁয়াজ মানভেদে এক পাল্লার (৫ কেজি) দাম চায় ৩৭০- ৪০০ টাকা, ওই পেঁয়াজ আনলে কেজি ৮০ টাকার বেশি বেচতে হবে। তাই আর আনি নাই।” এদিন কারওয়ানবাজার ঘুরে দেখা যায়, আড়ৎগুলোতে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৬ টাকায়। আর মুদি দোকানে বিক্রি হচ্ছে প্রতিকেজি ৮০ টাকায়। এছাড়া মিশরীয় বড় আকারের পেঁয়াজ ৫০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। ঢাকার পড়ামহল্লার দোকানগুলোতেও পেঁয়াজ কেজিপ্রতি ৮০ টাকা করে বিক্রি হচ্ছে। পেঁয়াজের এই দাম বৃদ্ধির শুরু অগাস্টের প্রথম দিকে, সপ্তাহখানেকের ব্যবধানে ২৫-২৮ টাকার পেঁয়াজ গিয়ে দাঁড়ায় ৫০ এর কোটায়।