আদালতে খালেদা জিয়ার মিথ্যাচার রাজনীতির ভাষা নয়: ওবায়দুল কাদের
ডেক্স রির্পোট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা সম্পর্কে বেগম খালেদা জিয়ার আদালতে বলা মিথ্যাচার রাজনীতির ভাষা নয়। শুক্রবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নির্বাচনের আগে সংবিধানে হাত দেয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি যদি দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে ক্ষমতায় আসে, তাহলে তারা মনের মাধুরি মিশিয়ে সংবিধান পরিবর্তন করতে পারবে।’ বুধবার বেলা ১১টায় সেতু ভবনে ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি সহায়ক সরকারের কথা বলছে। এখন শুনি তারা আবার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছে। আসলে তারা কখন কী চায়, তা তারা ছাড়া আর কেউ জানে না।’ তিনি বলেন, ‘নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনে হবে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে। সেক্ষেত্রে সরকার তাদের সহযোগিতা করবে।’ রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে ভারত সরকারের অবস্থান আগের চেয়ে এখন অনেক পরিবর্তন হয়েছে। তারাও চাইছে মায়ানমার যাতে তাদের ফিরিয়ে নেয়।’ নির্বাচনে সেনা মোতায়েনের বিপক্ষে নয় আওয়ামী লীগ এর আগে নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগ সেনা মোতায়েনের বিপক্ষে নয়। তবে সেটি হতে হবে আইন অনুযায়ী। সোমবার রাজধানীতে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেতুভবনে আয়োজিত অনুষ্ঠানে ওবায়দুল কাদের জানিয়েছিলেন যে, আসন্ন জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে আওয়ামী লীগ বিরোধিতা করেনি