নওগাঁর মহাদেবপুরে বিভিন্ন প্রজাতির পাখিসহ ব্যবসায়ী আটক


এ কে এম কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর বিভিন্ন প্রজাতির ৮৮ টি পাখিসহ পাখি ব্যবসায়ী আব্দুস ছাত্তারকে (৫০) আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার বাসষ্ট্যান্ড বক চত্বর থেকে তাকে আটক করা হয়। আব্দুস ছাত্তার নওগাঁ সদর উপজেলার শেরপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পাখি ব্যবসায়ী আব্দুস ছাত্তার জেলার পোরশা উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাখিগুলো শিকার করে। শিকার করা ৮৮টি আবাবিল, বাবুই, হটটিটি, লিটিলবাটন এবং জিনিয়াসহ পাখি খাঁচায় করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। রাত ৮টার দিকে উপজেলার বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গোপন সংবাদে তাকে গ্রেফতার করা হয়। এব্যাপারে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ (৩৮/২) ধারায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। নওগাঁ জেলা বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর শুক্রবার দুপুরে পখিগুলো জেলার ধামইরহাট উপজেলার আলতাদিঘী জাতীয় উদ্যানে উন্মুক্ত করা হয়। শুক্রবার সকালে আব্দুস ছাত্তারকে আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *