বেনাপোলে ৬৫ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত অভিযান চালিয়ে ৬৫ লাখ টাকাসহ মোস্তাক আলী (৪০) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার রাত ৮টার দিকে বেনাপোল সাদিপুর থেকে বেনাপোল আন্তজার্তিক বিজিবি চেকপোষ্টের বিজিবি সদস্যরা তাকে আটক করেন । হুন্ডি ব্যবসায়ী মোস্তাক বেনাপোল সাদিপুর সীমান্তের তোরাব আলীর ছেলে। যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক বলেন, বুধবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি এক হুন্ডি ব্যবসায়ী বিপুল পরিমানের বাংলাদেশী টাকা নিয়ে সাদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে মোস্তাক একটি বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময়ে বিজিবি সদস্যরা তাকে তাড়িয়ে ধরে এবং ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে। এর পর ক্যাম্পে নিয়ে বস্তার মুখ খুলে বাংলাদেশী ৬৫ লাখ টাকা পাওয়া যায়। উদ্ধারকৃত টাকা বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে এবং আটক মোস্তাকের বিরুদ্ধে অবৈধ্য অর্থ পাচারের দায়ে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের নিকট হস্তন্তর করা হয়েছে বলেও তিনি জানান।