সাপাহার সরকারী হাসপাতালটির বিশাল আকৃতির বিল্ডিং আছে কিন্তু চিকিৎসক নেই


মোসাঃ নাজমা রহমান, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: মারত্মক চিকিৎসক সংকটে ভুগছে নওগাঁ জেলার বরেন্দ্র অঞ্চলের সীমান্ত ঘেঁষা সাপাহার উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। এ উপজেলায় এখন দেড় লক্ষাধীক মানুষের জন্য রয়েছে মাত্র ২জন চিকিৎসক। তার পরেও অবহেলিত সকল মানুষ রয়েছে ওই দুই চিকিৎসকের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। স্বাস্থ্য কমপ্লেক্সের এখন সহকারী চিকিৎসকগনই রোগীদের ভরসা। খোঁজ নিয়ে জানা গেছে, ৫০ শয্যা হাসপাতালটিতে ১০ জন অভিজ্ঞ চিকিৎসক ও ১৭ জন সাধারণ চিকিৎসক মিলে সর্বমোট ২৭ জন চিকিৎসক থাকার কথা কিন্ত সে স্থলে বর্তমানে ওই হাসপাতালটিতে কর্মরত রয়েছেন মাত্র ৫ জন চিকিৎসক। তাদের মধ্যে অন্যত্র প্রেরনে রয়েছেন ২ জন এবং ১ জন রয়েছেন ডিপার্টমেন্টাল প্রশিক্ষনে। এখন হাসপাতালটি রয়েছেন মাত্র ২ জন চিকিৎসক। এদের মধ্যে ১ জন আবাশিকের দায়িত্বে ও অন্যজন প্রশাসনিক কাজে নিয়োজত থাকায় তাদের পক্ষেও বহিঃ বিভাগে রোগী দেখা সম্ভব হয়না। কিছু দিন পূর্বে এখানকার দায়িত্বে নিয়োজিত স্বাস্থ্য ও প. প. কর্মকর্তার প্রমশন জনিত কারণে তিনি অন্যত্র চলে যাওয়ায় সার্বক্ষনিক প্রশাসনিক কাজে ব্যাস্ত থাকা গুরুত্বপুর্ন পদটিও রয়েছে শুন্য। এছাড়া হাসপাতালটিতে চতুর্থ শ্রেণীর আয়া, ওয়ার্ডবয় ও সুইপার এর পদে মাত্র ১ জন করে লোক থাকায় ইনডোরে চিকিৎসকের সহায়তাদান এবং হাসপাতাল ক্যাম্পাস পরিচ্ছন্ন কাজে হরহামেশা বিঘ্ন ঘটছে। এ বিষয়ে নওগাঁ জেলা সিভিল সার্জন ডাঃ মমিনুল হক এর সাথে কথা হলে তিনি জানান, উপজেলা পর্যায়ে একটি হাসপাতালে কমপক্ষে ৫ জন মেডিক্যাল অফিসার থাকা আবশ্যক। কিন্তু বর্তমানে সাপাহারে সত্যিই চিকিৎসক সংকট চলছে, দ্রুত সাপাহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক সমস্যা সহ যাবতীয় সমস্যা সমাধানের জন্য তিনি জোর প্রচেষ্টা চালাচ্ছেন বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *