সাতক্ষীরায় ধনীর ঘরে গরিবের চাল, ইউপি চেয়ারম্যানসহ ৮ জন কারাগারে
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ আটজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ১০ টাকার চাল হতদরিদ্রদের পরিবর্তে সচ্ছল ব্যক্তিদের দেওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তাঁদের কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার সাতক্ষীরা আমলি আদালত ২-এর বিচারক রাজীব রায় এ আদেশ দেন। আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট ওসমান গনি বিষয়টি জানিয়েছেন। যাদের কারাগারে পাঠানো হয়েছে তাঁরা হলেন চাম্পাফুল ইউপির চেয়ারম্যান মোজাম্মেল হক, তাঁর পরিষদের সদস্য গোলাম কাইয়ুম, ঠাকুরদাস সরকার, রশীদ গাইন ও সাত্তার খান, সংরক্ষিত মহিলা সদস্য রাধা রানী অধিকারী, শ্যামলী সরকার ও রাফিজা খাতুন। জানা যায়, সরকার ঘোষিত ১০ টাকা কেজি দরের চাল হতদরিদ্রদের না দিয়ে সচ্ছল ব্যক্তিদের দেওয়ার ঘটনায় চলতি বছরের ১৪ জুলাই দুদক কালীগঞ্জ থানায় একটি মামলা করে। তদন্ত শেষে পুলিশ ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। বৃহস্পতিবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।