ঝিনাইদহে শহরে সালেহা বিপণী ও তাজমহল ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের সালেহা বিপণী ও তাজমহল ফার্মেসীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ নকল প্রসাধনী ও ঔষধ জব্দ করে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে শহরের ঝিনাইদহ বালিকা বিদ্যালয় সংলগ্ন সালেহা বিপণীতে মেয়াদোত্তীর্ণ ও নকল প্রসাধনী বিক্রয় করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও নকল প্রসাধনী জব্দ করা হয়। সেই সাথে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে প্রসাধনী আনার দায়ে দোকানের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তা জনসম্মুখে ধ্বংস করা হয়। অপর দিকে শহরের তাজমহল ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির সময় হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।