অস্ত্র, ফেনসিডিল ও তক্ষক সাপ উদ্ধার কোস্টগার্ড বাহিনীর অভিযানে দুই মাদক পাচারকারী সহ আটক ৫
মনির হোসেন, মংলা (বাগেরহাট): বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের অপারেশন দলের সদস্যরা সুন্দরবন সংলগ্ম এলাকা সমুহে পৃথক অভিযান চালিয়ে ২টি কাঠের নৌকা সহ ১ বনদস্যু, ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের বিরল প্রজাতির তক্ষক সাপসহ ২ পাচারকারী ও ৬৩ বোতল ফেনসিডিল সহ ২ মহিলা মাদক পাচারকারীকে আটক করেছে। এছাড়া গত ৭ সেপ্টেম্বর দুপুরে খুলনার দাকোপে কালাবগী চরের খাল এলাকায় অভিযান চালিয়ে ২টি দেশীয় পাইপ গান ও ৩টি গুলির খোসা জব্দ করা হয়েছে। বালাদেশ কোস্টগার্ড বাহিনীর পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ বিএন স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের একটি অপারেশন দল গত ১৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে মংলার দিগরাজে বিদ্যার বাহন এলাকায় ২ মহিলার ভ্যানিটি ব্যাগ তল্লাশী করে ৬৩ বোতল ফেনসিডিল জব্দ করেছে। জব্দকৃত ফেনসিডিল পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে জানিয়েছে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন। আটককৃত ২ মহিলা জোহরা (৪৫) ও তহমিনা বিবি (৩৫) বাড়ি সাতক্ষীরা জেলায়। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মংলা থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে গত ১৫ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার দাকোপ থানার কালাবগী খাল এলাকায় অভিযান চালিয়ে সন্দরবনের কুখ্যাত বনদস্যু গ্র“প ভাই ভাই বাহিনীর সক্রিয় সদস্য নজরুল ইসলাম কে (৩৫) ২টি কাঠের নৌকা সহ আটক করা হয়। আটককৃত নজরুল ইসলাম খুলনা জেলার কয়রা থানার ৪নং কয়রা গ্রামের ইবাদুল সরদারের ছেলে। আটককৃত বনদস্যু ও ২টি কাঠের নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও গত ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টারা দিকে সিজি বেইজ মংলার একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার দাকোপ থানার কাটাখালী ঘাট সংলগ্ম এলাকায় অভিযান চালিয়ে ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের একটি বিরল প্রজাতির তক্ষক সাপ সহ ২ পাচারকারী কে আটক করেছে। আটককৃতরা হলেন খুলনার দাকোপের লাউডোব গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জিল্লুর রহমান ছানা (২৮) ও একই এলাকার নিমাই ঘোষালের পুত্র চয়ন ঘোষাল (২১)। আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ঢাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের গোয়েন্দা অফিসার লেফটেন্যান্ট কমান্ডার কাজী মোঃ রিদওয়ানুজ্জামানের নেতৃত্বে গত ৭ সেপ্টেম্বর দুপুর আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন সংলগ্ম খুলনা জেলার দাকোপ থানার কালাবগী চরের খাল এলাকায় অভিযান চালিয়ে ২টি দেশীয় অস্ত্র (পাইপ গান) ও ৩টি গুলির খোসা জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কোস্টগার্ড বাহিনীর সদস্যরা কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত অস্ত্র ও গুলির খোসা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। জানতে চাইলে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের অপারেশ অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ বিএন বলেন সুন্দরবন সংলগ্ম এলাকা সমূহে জলদস্যুদের অপতৎপরতা নির্মূলে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে। মাদক পাচার, চোরা চালান বন্ধ ও সুন্দরবনের বন্য প্রানী পাচারকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছেন কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন।