বাগাতিপাড়ায় তমালতলা মোড়ে দীর্ঘদিনের জলাবদ্ধতা, লাঘবের কোন উদ্দ্যোগ নেই
বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা মোড়ে দীর্ঘদিনের জলাবদ্ধতা লাঘবের কোন উদ্দ্যোগ নেই। উপজেলার তমালতলা মোড় মসজিদ সংলগ্ন পাকা রাস্তা একটু বৃষ্টি হলেই হাটু পানি জমে যায়। বছর পার হয়েছে এমন জলাবদ্ধতা থাকলেও কারো কোন মাথা ব্যাথা নেই। প্রতিনিয়ত পথচারীদের দূর্ভোগের স্বিকার হতে হচ্ছে। রাস্তাটির খানাখন্দ পার হওয়ার সময় স্কুলগামী শিক্ষার্থীরা পড়ে গিয়ে বই-খাতা ও স্কুল ড্রেজ নষ্ট হচ্ছে। রাস্তাটির দু’পাশের পানি ওই স্থানটিতে জমে থাকায় জলাবদ্ধতা তৈরী হয়। উপজেলা প্রশাসনের গাড়ী ওই রাস্তায় আসা-যাওয়া করলেও কোন পদক্ষেপ গ্রহন করতে দেখা যায়নি। স্থানীয়দের অভিযোগ উপজেলা প্রকৌশলী এসএম শরিফ খান জানান, ‘বাগাতিপাড়া নাটোর সড়কের নয় কিলোমিটার প্রসস্ত করন করা হবে। নিচু স্থানটি উচু করার পরিকল্পনা নেয়া হচ্ছে।’ বর্তমানে পানি জমে জলাবদ্ধতা তৈরী হয়েছে তা আপাতত সমাধানের জন্য দপ্তরের লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।