বেনাপোলে ৭০০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্তে প্রায় ৭শ’ বোতল ফেনসিডিলসহ নুরউদ্দিন নুরু (৩৪) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব সদস্যরা। আটক নুরউদ্দিন নুরু বেনাপোল বারপোতা মষিডাঙ্গা গ্রামের গোলাম হোসেনের ছেলে। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে দক্ষিণ বারপোতা গ্রামের একটি হলুদ বাগান থেকে তাকে এ বিপুল পরিমানে ফেনসিডিলসহ আটক করা হয়।
যশোর র্যাব-৬ ক্যাম্পের এর সিনিয়র এএসপি মোঃ খোদাদাদ জানান,“ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, একদল মাদক ব্যবসায়ী মাদক কেনা-বেচার জন্য দক্ষিণবারপোতা গ্রামের আতি মোড়লের হলুদ বাগানে অবস্থান করছে। এসময়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নুরউদ্দিনকে আটক করা হয়। এবং তার কাছ থেকে তিনটি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তার মুখ খুলে ৬শ’ ৮৬ বোতল ভারতীয় ফেন্সিডিল পাওয়া যায়”। “রাতেই মাদক ব্যবসায়ী নুরউদ্দিন নুরুর নামে মাদক মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে”, বলে তিনি জানান।