সরকারী নিয়ম নীতি অমান্য করেই চলছে প্রতিষ্ঠান গুলি,দেখার কেউ নেই।
দাকোপ প্রতিনিধি: ১৫ই অাগষ্ট মহান দিবস সঠিকভাবে পালন না করে ৪ নং খোনাখাটাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় এবং ঐতিহ্যবাহী “চালনা এম এম কলেজের” প্রধানগন সঠিক করেছে বলে অনেকের ধারনা। নাম প্রকাশ না করার শর্তে বলে,সরকারী নিয়মে প্রতিষ্ঠান ও চলে না কারন দেখার কেউ নেই।প্রতিষ্ঠান প্রধানরা যা করে ওটাই সঠিক। এরা সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করেই নিজস্ব নিয়মে প্রতিষ্ঠান চালাচ্ছে। জাতীয় শোক দিবসে সকাল ০৭.৪৭ মি:প্রাইমারীতে,০৭.৫০মি: মাধ্যমিকে ও চালনা এম এম কলেজে০৭.২৮মি: জাতীয় পতাকা বিহীন চিত্র ধারন করা হয়।জনমনে এ নিয়ে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। জনগন অারও বলে যারা ৪২তম শাহাদত বার্ষিকী পালনে অনিহা তারা রাজাকারের সামিল। এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা উচিৎ।এদের কাছ থেকে ছেলে-মেয়েরা কিইবা পাবে অার জাতিই বা কি অাশা করতে পারে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি অাকর্ষন করা গেল সঠিক পদক্ষেপ গ্রহনের জন্য। (পর্যায়ক্রমে প্রত্যেক প্রতিষ্ঠানের প্রধানের ছবিসহ বিস্তারিত ব্যাখা দেওয়া হবে।)