সরকারী নিয়ম নীতি অমান্য করেই চলছে প্রতিষ্ঠান গুলি,দেখার কেউ নেই।

SAM_1750
দাকোপ প্রতিনিধি: ১৫ই অাগষ্ট মহান দিবস সঠিকভাবে পালন না করে ৪ নং খোনাখাটাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় এবং ঐতিহ্যবাহী “চালনা এম এম কলেজের” প্রধানগন সঠিক করেছে বলে অনেকের ধারনা। নাম প্রকাশ না করার শর্তে বলে,সরকারী নিয়মে প্রতিষ্ঠান ও চলে না কারন দেখার কেউ নেই।প্রতিষ্ঠান প্রধানরা যা করে ওটাই সঠিক। এরা সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করেই নিজস্ব নিয়মে প্রতিষ্ঠান চালাচ্ছে। জাতীয় শোক দিবসে সকাল ০৭.৪৭ মি:প্রাইমারীতে,০৭.৫০মি: মাধ্যমিকে ও চালনা এম এম কলেজে০৭.২৮মি: জাতীয় পতাকা বিহীন চিত্র ধারন করা হয়।জনমনে এ নিয়ে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। জনগন অারও বলে যারা ৪২তম শাহাদত বার্ষিকী পালনে অনিহা তারা রাজাকারের সামিল। এদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা উচিৎ।এদের কাছ থেকে ছেলে-মেয়েরা কিইবা পাবে অার জাতিই বা কি অাশা করতে পারে। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি অাকর্ষন করা গেল সঠিক পদক্ষেপ গ্রহনের জন্য। (পর্যায়ক্রমে প্রত্যেক প্রতিষ্ঠানের প্রধানের ছবিসহ বিস্তারিত ব্যাখা দেওয়া হবে।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *