গাজীপুরে প্রধান নির্বাচন কমিশনার
ব্যুরোচীফ, ঢাকাবিভাগ: প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন , সকল রাজনৈতিক দলের বিশ্লেষন থাকলে ও নির্বাচন কমিশন যদি মনে করে সেনাবাহিনী ছাড়া নির্বাচন সম্ভব নয়, তা হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েন করা হবে। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন । পরে তিনি উপজেলা নির্বাচন অফিসের সামনে একটি গাছের চারা রোপন করেন ও একটি ভোটার হালনাগাদ কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি আরো বলেন, আমরা সকল দলের অংশ গ্রহণে নির্বাচন চাই। আমরা নিশ্চয়তা দিচ্ছি, স্ঠুু অবাধ নির্বাচন হবে। অংশগ্রহণ মূলক নির্বাচন হবে। সব দল অংশগহণ করলে নির্বাচন সুষ্ঠু হবে এবং আশা করি সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে।
মত বিনিময় সভায় জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ হারুন অর রশিদ ,আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডলসহ অন্যান্য কর্মকর্তা। এসময় স্থানীয় নির্বাচন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।