গোপালপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দ্বিতীয় দফা বন্যার কারণে টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা কৃষি অফিসার শফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. মেজবাহুর রহমান, মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হালিমুজ্জামান তালুকদার, ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান আবদুল হাই, হাদিরা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব, আলমনগর ইউপি চেয়ারম্যান আবদুল মোমেন প্রমুখ। প্রসঙ্গত, ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন পয়েন্টে যমুনা নদীর পানি বিপদ সীমার ১৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সড়ক তথা বাঁধটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে পুরো উপজেলাটি।