জামালপুরে আবারও বন্যায় লক্ষাধিক মানুষ পানি বন্ধী, যমুনার পানি বিপদসীমার ৬৪ সেন্টিমিটার উপরে প্রবাহিত
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: জামালপুরে আবারও বন্যায় লক্ষাধিক মানুষ পানি বন্ধী হয়ে পড়েছে। যমুনার পানি আজ সকালে বিপদসীমার ৬৪ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিনের ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে জামালপুরে যমুনা ও ব্রক্ষ্মপুত্র নদ-নদীতে হুহু করে পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে যমুনার তীরবর্তী দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলা সমূহের বন্যা পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। এসব এলাকার লক্ষাধিক মানুষ পানি বন্ধী হয়ে পড়েছে। বন্যা কবলিত মানুষ উচুঁ জায়গায় আশ্রয়ের জন্য ছুটাছুটি করছে। জেলার সবচেয়ে বেশি বন্যা কবলিত ইসলামপুরের পশ্চিমাঞ্চলের চিনাডুলি, বেলগাছা, সাপধরী, নোয়ারপাড়া, কুলকান্দি, পাথর্শী এবং দেওয়ানগঞ্জের চুকাইবাড়ী ইউনিয়ন বন্যার পানিতে ভাসছে।