পেকুয়া যুবলীগ সভাপতি ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর ৪ সহোদয় র‌্যাবের জালে আটক ৩ অস্ত্রসহ ১৭ লক্ষ টাকা উদ্ধার

Chakaria Pic 13-08-2017
এস.এম হান্নান শাহ্, কক্সবাজার: পেকুয়া যুবলীগ সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের নির্বাচিত সদস্য জাহাঙ্গীর আলম ও তার আপন ৪ সহোদর আটক করেছে র‌্যাব। ধৃত অন্য চার ভাই হলেন আলমগীর, মো: আজম, কাইয়ুম ও ওসমান সরওয়ার বাপ্পী। এদের মধ্যে আলমগীর পেকুয়া উপজেলা যুবলীগের সদস্য, মো আজম ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, কাইয়ুম উপজেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশক সম্পাদক ও ওসমান সরওয়ার বাপ্পী বর্তমান পেকুয়া উপজেলা ছাত্রলীগের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক। রোববার (১৩ আগষ্ট) ভোরের এই অভিযানে দুইটি দেশে তৈরি এলজি, একটি লম্বা বন্দুক, ১০ রাউন্ড তাজা গুলি ও নগদ ১৭ লাখ টাকা জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে সংবাদকমীদের খুদে বার্তা দিয়ে জানিয়েছেন র‌্যাবের কক্সবাজার কোম্পানীর কমান্ডার মেজর রুহুল আমিন। আগ্নেয়াস্ত্র মজুদের গোপন সংবাদ পেয়ে র‌্যাব এই অভিযান চালিয়েছিল। তিনি জানান, ওই অবিযানকালে জাহাঙ্গীর আলমের বাড়ির একটি কক্ষ থেকে দুইটি দেশে তৈরি এলজি, তার শয়ন কক্ষ থেকে একটি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওই সময় বাড়ি থেকে নগদ ১৭ লাখ টাকাও জব্দ করা হয়। যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ তার ৪ ভাই আটক ও অস্ত্র উদ্ধার হলেও এ ব্যাপারে তাদের পরিবারের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমসহ তার ৪ ভাইকে আটকের ঘটনার প্রতিবাদে তার সমর্থকরা পেকুয়ার বিক্ষোভ মিছিল বের করেন। তাদের দাবি, পেকুয়া যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম ও তার ভাইদের ফাঁসানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *