দু’জনের মধ্যে একজন নিখোঁজ- ছাতকে ছেলে ধরা চক্রের তৎপরতা বৃদ্ধি

CHHATAK OPHORON
নাজমুল ইসলাম, ছাতক (সুনামগঞ্জ): ছাতকে ছেলে ধরা চক্রের তৎপরতা আশংকাজনকহারে বৃদ্ধি পেয়েছে। ফলে অভিবাবক মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা যায়, শনিবার বিকেলে পৌরসভার তাতিকোনা মহল্লার সেলিম আহমদের মেয়ে ও তাতিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী সাপ্পী বেগম অপহরঅপহরণকারিদের কবল থেকে রক্ষা পেয়েছে। ছুটির পর স্কুল গেটে একটি কালো রঙ্গের গাড়ি এসে মূখোশ পরিহিত যুবকরা সাপ্পী বেগমকে জোরপূর্বক গাড়িতে উঠানোর অপচেষ্ঠা চালায়। এসময় সাপ্পী বেগমসহ তার সহপাঠিরা তাকে টেনে গাড়ি থেকে নামানোর চেষ্টা ও তাদের শোর চিৎকারে ধরা পড়ার আশংকায় মূখোশধারিরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন জানান, কালো রঙ্গের গাড়িটি প্রায়ই পৌরসভার বিভিন্ন এলাকায় চলাচল করছে। একইভাবে গত ৮আগষ্ট মোগলপাড়া মহল্লার গিয়াস উদ্দিনের পুত্র ও তাতিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র জুনেদ আহমদ নিখোঁজ হয়। এখনো তার কোন সন্ধান পাওয়া যায়নি। এব্যাপারে তার পিতা ছাতক থানায় একটি সাধারণ ডাইরী (নং ৪৬৬, তাং ০৮.০৮.২০১৭ইং) দায়ের করেছেন। একটি পেশাদার মূখোশধারি ছেলে ধরাচক্র তাকে অপহরণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *