ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ৩৫ পিচ সোনার বারসহ ১ জন আটক করেছে বিজিবি—-
বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের সময় মংগলবার সকালে বেনাপোলর পুটখালি সীমানরÍ থেকে ৩৫ টি সোনার বার সহ এক পাচারকারীকে আটক করেছ বিজিবি সদস্যরা। আটককৃত হচ্ছে, যশোরের শার্শা উপজেলার উলাশী গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুল মোমিন (৩৫)। ২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, পুটখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালি সীমান্ত অভিযান চালিয়ে মোটর সাইকেল সহ মোমিনকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ৪ কেজি ও জনের ৩৫ টি সোনার বার ও একটি মোটর সাইকেল সহ থাকে আটক করা হয়। আটক সোনার মূল্য ১‘ কোটি ৪০ লাখ টাকা বলে বিজিবি জানায়। উদ্ধারকৃত সোনারবার বেনাপোল কাস্টমস শুল্ক গুদামে জমা দেওযা হয়েছে। আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ সোপর্দ করা হযেছে। এ ঘটনায় মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।