চাঁদা না দেয়ায় চট্টগ্রামের ফটিকছড়িতে আড়াই শতাধিক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

CTG-FATICKCHARI photo 06.08.2017.doc
ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা: চাঁদা না দেয়ায় চট্টগ্রামের ফটিকছড়িতে আড়াই শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার বিকালে উপজেলার ভূজপুর তারাখোঁ এলাকায় এ ঘটনা ঘটে। গাছ কাটতে বাধা দেয়ায় দুর্বৃত্তরা বাগানের মালিক রুহুল আমিন ও তাঁর স্ত্রীসহ ৪ জনকে পিটিয়ে জখম করে। কেটে ফেলার পর বেশীর ভাগ গাছ নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। ক্ষতিগ্রস্থ বাগান মালিক রুহুল আমিন জানান,তাঁর পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমিতে গত ১০ থেকে ১৫ বছর আগে এসব গাছ রোপন করেন তিনি। গত সপ্তাহে রুহুল আমিনের কাছে স্থানীয় শ্রমিক নেতা নুরুল আমিন এক লাখ টাকা চাঁদা দাবী করেন বলে অভিযোগে জানা গেছে। চাঁদার টাকা না দেয়ায় তার দুদিন পর শ্রমিক নেতা নুরুল আমিন ও তারোখোঁ বাগানের ম্যানেজার আশরাফের নেতৃত্বে ২৫/৩০ জন লোক গাছ গুলো কেটে নিয়ে আসে। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগেও একই চক্র রুহুল আমিনের প্রায় লক্ষাধিক টাকর বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায়। এ ব্যাপারে শ্রমিক নেতা নুরুল আমিনের সাথে যোগাযোগ করা হলে চাঁদা দাবীর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন এটি তাঁর বিরুদ্ধে ষঢ়যন্ত্র। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানে আলম বলেন, গাছ কেটে নিয়ে যাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *