ঠাকুরগাঁওয়ে জালটাকা তৈরীর টাকা সহ বিক্রেতা আটক, র্যাব ১৩র মামলা সদর থানায় হস্তান্তর গডফাদাররা গ্রেফতার না হওয়ায় এ মামলা নিয়ে এলাকাবাসী হতাশ।
সৈয়দ আবদুল করিম ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে জাল টাকা তৈরীর মেশিন ও এক লক্ষ এক হাজার জাল টাকা সহ পৌর কাউন্সিলর (১২ নং ওয়ার্ড) একরামুদ্দৌলা সাহেব এর ভাগিনা ও ১১ নং মোহাম্মদ পুর ইউনিয়ন মহিলা ওয়ার্ড মেম্বার সাদিকা বেগমের ছেলে মো: সাব্বির হোসেন ওরফে সাগর(২৪)কে গ্রেফতার করেছে র্যাব ১৩র’র একটি চৌকশ দল। রবিবার(৩০জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পৌরসভার আমান নগরস্থ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উত্তর পাশে আসামীর নিজ বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী সাগর উল্লেখিত এলাকার মৃত- জয়নাল আবেদিন এর ছেলে ও প্রভাবশালী কাউন্সিলর সাহেব এর ভাগিনা। র্যাব ১৩র এর অধিনস্থ ক্রাইম প্রিভেশন কোম্পানী-২ এর সুত্রে জানা যায়, একটি মাদক ব্যবসায়ী চক্র ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিন ধরে জাল নোট এর ব্যবসা পরিচালনা করে আসছিল। অবশেষে ৩০জুলাই রাতে গোয়েন্দা সুত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উক্ত অবৈধ ব্যবসা পরিচালনা চক্রের অন্যতম জাল টাকা বিক্রেতা সাগরকে আটক করতে সমর্থ হয় র্যাব ১৩। আটকের সত্যতা নিশ্চিত করে র্যাব ১৩র এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম জানান, ধৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এদিকে পৌর কাউন্সিলর একরামুদ্দৌলা সাহেব এর ভাগিনা সাগর এক লক্ষ এক হাজার জাল টাকা ও জালনোট তৈরীর মেশিন সহ গ্রেফতার হওয়ায় ঘটনাটি ঠাকুরগাঁওয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি করে। কেননা বর্তমান সরকারের শাসনামলে পৌর কাউন্সিলর সাহেব সহ এ পরিবারের অনেকে রাতারাতি কোটিপতি বনে গেছেন। তবে এ ঘটনায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি। ১লা আগস্ট ওই মামলার আটক জাল টাকা বিক্রেতাসহ সকল আলামত সদর থানা ঠাকুরগাঁওয়ে হস্তান্তর করেছেন র্যাব ১৩ । এর মধ্যে এই জাল টাকা তৈরীর গডফাদাররা আটক না হয়ে গা ঢাকা দিলেও তাদের এখন বীরদর্পে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। এ নিয়ে ঠাকুরগাঁওবাসী এ মামলা নিয়ে এখন হতাশাগ্রস্থ। এ বিষয়ে র্যাব ১৩র এর অধিনায়ক জানান,মামলা প্রক্রিয়াধীন,সদর থানা ঠাকুরগাঁওকে হস্তান্তর করা হয়েছে। সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, আটককৃত জাল টাকা ব্যবসায়ীকে রিমান্ডে নিয়ে তথ্যভিত্তিক যথাযথ আইনী প্রক্রিয়া ব্যবস্থা নেওয়া হবে।