নোয়াখালীর সুবর্ণচরে বহিরাগতদের সন্ত্রাসীদের হামলায় শিক্ষক সহ ৫ জন আহত

Capture(3)
নাজিম উদ্দিন মিলন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ফুটবল খেলায় হারজিতকে কেন্দ্র করে বহিরাগত সন্ত্রাসী হামলা শিক্ষক সহ আহত-৫। শুক্ররবার সকাল ৯টায় মোহাম্মদপুর ইউপিয়নের ৫ নং ওয়ার্ডে অবস্থিত চরক্লার্ক হাইস্কুলের দক্ষিণে গ্রামীন ব্যাংকের পাশে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে । আহতরা হলেন,মোঃ জয়নাল আবেদিনের ছেলে রুবেল(১৮) ও তার ছোট ভাই জাবেদ হোসেন (১৬) মোঃ আবুল কাশেমের ছেলে ফিরোজ আলম(১৭) ও মোঃ ওসমান গনির ছেলে সফিউল বাসার সুমন (১৬) সহ উভয়ে চরক্লার্ক হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সহ এক শিক্ষক আহত হয়েছে বলে জানা গেছে । স্থানীয় সূত্রে জানা গেছে,গত মঙ্গলবার বিকেলে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ফুটবল খেলার হারজিতকে কেন্দ্র করে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়, এ সময় ঐ স্কুলের প্রধান শিক্ষক ও ম্যারেজম্যান্ট কমিটির সভাপতি বিষয়টি সমাধান করবে বলে শিক্ষার্থীদের জানান। পরবর্তীতে বুধবার সকাল ৯ টায় শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার সময় পূর্ব থেকে উৎপেতে থাকা দক্ষিণ দাখিল মাদ্রাসার কতেক শিক্ষার্থী ও বহিরাগত সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিত ভাবে মহিউদ্দিন চৌধুরীর ভাতিজা সন্ত্রাসি ছালাউদ্দিন ও কাউছারের নেতৃত্বে ওয়াদুদ, আরিফ, আরমান, সুমন, দেলোয়ার, কামরুল, আনোয়ার,শাকিল সহ আরো অজ্ঞাত নামা ১৫/২০ জন সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্র-সস্ত্র ও লোহার রড চায়নিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে রক্তাক্ত যখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ইউনাইটেড হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে রুবেল নামিও এক শিক্ষার্থীর মাথায় এবং পায়ে প্রচন্ড আঘাতে অবস্থা আশংক্ষা জনক বলে জানা গেছে। এ বিয়য়ে চরক্লার্ক হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ ছানাউল¬াকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, গত মঙ্গলবার বিকেলে স্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়,পরে তা মিমাংসা করে দেওয়া হয়। পরের দিন বুধবার যে সংর্ঘষটি ঘটেছিল তা স্কুলের বাহিরে হয়েছে। এ বিষয়ে চরজব্বর থানার ওসি মোঃ নিজাম উদ্দিন জানান, স্কুলের প্রধান শিক্ষক বিষয়টি জানালে তিনি স্কুলে গিয়ে জানতে পারেন। ফুটবল খেলাকে কেন্দ্র করে একই স্কুলের শিক্ষার্র্থীদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘটনার দিন সকাল ৯ টায় বহিরাগত সস্ত্রাসীরা জড় হয়ে সংর্ঘষটি ঘটায়। এ বিষয়ে এখনও কেউ থানায় কোন অভিযোগ দেয়নি বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *