সাতক্ষীরায় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ৪
মিজানুর রহমান সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা খুলনা মহাসড়কের ভৈরবনগরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ধারের বাড়িতে ঢুকে পড়ায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। শুক্রবার সকাল ১০ টায় এ ঘটনা ঘটে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মহিবুল ইসলাম জানান বাসটি খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে আসছিল। তালা উপজেলার ভৈরবনগরে পৌঁছে অপর একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে বাসটি পার্শ্ববর্তী একটি বাড়িতে ঢুকে পড়ে খুপড়ি ঘরে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলে নিহত হয় তারাপদ মন্ডলের স্ত্রী গুরুদাসী মন্ডল (৫০) ও আবদুল গফফারের মেয়ে আছিয়া খাতুন (১০)। তিনি জানান আহত ৪ জনকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই সাতক্ষীরা খুলনা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।অপরদিকে শ্যামনগর উপজেলা সদরে কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন প্রধান সড়কের উপরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মহিলা ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত লাইলী বেগম (৬০) হরিনগর গ্রামের নুর ইসলাম শেখের স্ত্রী। এ ঘটনায় স্বামী নুর ইসলাম মারাত্মক আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সে চিকিৎসাধীন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহতের ছেলে আমিনুর জানান, মটর সাইকেল যোগে শ্যামনগর সদরে চিকিৎসকের কাছে আসার সময় ঈদগাহের নিকট পৌছালে বিপরীত দিক থেকে মুন্সিগঞ্জ-৮-০২-০০২২ ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে নিহত হয়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী বলেন, চালক ও হেলপারকে পাকড়ানোর চেষ্টা চলছে। স্থানীয় হাবিবর রহমান ও আলমগীর সহ অনেকে জানান, রাস্তার দুইপাশে ব্যবসায়ীরা অপরিকল্পিতভাবে ইট বালি ও পাথর সহ অন্যান্য ব্যবসায়ী সামগ্রী স্তুপ করে রাখার কারণে প্রধান সড়কটি সংকুচিত হয়ে পড়েছে। ফলে সাধারণের চলাচলে মারাত্মক অসুবিধা হলেও সংশ্লি¬ষ্ট প্রশাসন নির্বিকার। এলাকার সুধি সমাজ রাস্তার দুইপাশে ব্যবসায়ী সামগ্রী অপসারণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।