সাতক্ষীরার ৪ টি আসনে নৌকার মাঝি হতে চান ৩৭ নেতা
মিজানুর রহমান সাতক্ষীরা প্রতিনিধি: এদাশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার আসার সাতক্ষীরার চারটি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন ডজন নেতা গণসংযোগ শুরু করেছে। মনোনয়ন পেতে ঢাকায় বসবাসকারী অনেক নেতাদেরকে দেখা যাচ্ছে সাতক্ষীরায় এসে সময় কাটাচ্ছে। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে, ঝড় উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। দলীয় একাধিক সূত্র জানায়, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় প্রচার-প্রচারনা শুরু করেছে আওয়ামী লীগের ১০ নেতা। জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য শহীদ মুক্তিযোদ্ধা স ম আলাউদ্দীনের মেয়ে জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বি এম নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র প্রচারণা চালাচ্ছে। এছাড়াও তালা উপজলা আওয়ামী লীগ সভাপতি শেখ নূরুল হক, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব, কেন্দ্রীয় যুবলীগ নেতা রফিকুল ইসলাম, জেলা কৃষক লীগের সভাপতি বিশ্বজিৎ সাধু ও কবি মন্ময় মনির এই তালিকায় রয়েছেন। সাতক্ষীরা-২ আসনে (সাতক্ষীরা সদর) আসনে মনোয়ন পেতে ইচ্ছুক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সহ- সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সহ-সভাপতি এ্যাডভোকেট এস এম হায়দার, যুগ্ন-সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম-সম্পাদক শেখ সাঈদ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকাত হোসেন। জেলা শ্রমিকলীগ সভাপতি সাইফুল করিম সাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, সাবেক ছাত্র নেতা ড. কাজী এরতেজা হাসান ও আ হ ম তারেক উদ্দীন ও চষে বেড়াচ্ছে নির্বাচনী মাঠ। সাতক্ষীরা-৩ আসনে (দেবহাটা, আশাশুনি ও কালিগঞ্জের এক অংশ) মনোনয়ন পেতে আগ্রহী সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক এম পি, বীর মুক্তি যোদ্ধা লে. কর্ণেল জামায়েত হোসেন, খুলনা নর্দান ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. ইউসুফ আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মনছুর আহমেদ, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি, আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাঃ মোখলেছুর রহমান ও প্রবীন আওয়ামী লীগ নেতা সরদার হাফিজুর রহমান। সাতক্ষীরা-৪ আসনে (শ্যমনগর ও কালিগঞ্জে এক অংশ) মনোনয়ন নিশ্চিতে কাজ করছেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জাফরুল আলম বাবু, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপির পুত্র আলাউল হক দোলন, সহ-সভাপতি শফিউল আজন লেলিন, সহ-সভাপতি কাজী আনিছুজ্জমান ও সাবেক পুলিশ কর্মকর্তা মুক্তিযোদ্ধা আতাউর রহমান। তবে মনোনয়ন লাভের আশায় যারা যে ভাবেই গণ সংযোগ করুন না কেন, দলীয় নোতা কর্মদের দাবী, ত্যাগি পরিক্ষীত নোতাদের দেওয়া হোক নৌকার টিকিট। এই প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের দফত সম্পাদক হারুন উর রশিদ দৈনিক আজকালের খবরকে বলেন যাহা এলাকায় থাকেন তৃণমূল মানুষে সঙ্গে নিয়ে চলেন, তাদেরকে নৌকার মাঝি করা হোক। এলকায় থাকেন না অথচ ভোটের সময় এলে প্রার্থীতা চান এমন মাঝি আমাদের আমাদের দরকার নেই।