পরিবেশ বিপর্যয়ের আশংকা- ছাতক উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে সড়কে পাশের গাছ কর্তন
নাজমুল ইসলাম, ছাতক (সুনামঞ্জ) প্রতিনিধি: ছাতকের গোবিন্দগঞ্জে সড়কের গাছ কাটা অব্যাহত রয়েছে। সোমবার চাম্বলও মেহগনি জাতের প্রায় ১০টি গাছ কেটে নেয়া হয়েছে বলে জানা গেছে। গোবিন্দগঞ্জ অনার্স ডিগ্রী কলেজ গেট থেকে বিলপার পর্যন্ত সড়কের দু’পাশে জোট সরকারের আমলে দৃষ্টিনন্দন প্রকল্পের আওতায় উপজেলা সমাজসেবা অফিস থেকে এ সড়কে বৃক্ষ রোপন করা হয়। এগুলো কেটে নেয়ায় পরিবেশেষের উপর মারাত্মক প্রভাব পড়বে বলে ধারনা করা হচ্ছে। সেসময়ে পরিবেশ রক্ষায় সংরক্ষিত বনাঞ্চল নামে বন বিভাগ এ সামাজিক বনায়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করে। গাছ লাগান পবিরেশ বাচাঁন এ শ্লোগান বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মোশতাক আহমদের উদ্যোগে প্রকল্প কাজ সম্পন্ন করা হয়। উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের নেতৃত্বে এসব গাছ কর্তন করা হচ্ছে বলে স্থানীয়রা জানান। জানা গেছে, উপজেলা চেয়ারম্যান গাছগুলো গোবিন্দনগর ফজলিয়া আলিয়া মাদরাসার ডেক্স-বেঞ্চ তৈরীর জন্যে গাছগুলো বরাদ্ধ দিয়েছেন। তিনি মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি। মাদরাসার অধ্যক্ষ আব্দুস সালাম আল-মাদানী গাছ কাটার সত্যতা স্বীকার করে বলেন, কর্তনকৃত গাছের কাঠ দিয়ে মাদরাসার শিক্ষা উপকরন তৈরী করা যাবেনা। ছাতক বিট ফরেষ্ট অফিসার সালাহ উদ্দিন জানান, সড়কের পাশের গাছ কাটার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। এগুলো কেটে ফেলা কোন ক্ষেত্রেই বৈধ নয়। তবে বিষয়টি তিনি তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিবেন বলে জানান। উপজেলা চেয়ারম্যান বকুলের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি মিঠিংয়ে রয়েছেন বলে জানান। এব্যাপারে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আবুল মনসুর জানান, এলজিইডি সড়কে পাশের গাছগুলো অনুমতি ছাড়া কাটা নিষেধ। এক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন। ##