কুষ্টিয়া দৌলতপুরে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্ভোধন।
হেলাল উদ্দিন,দৌলতপুর উপজেলা প্রতিনিধি (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে দৌলতপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানে এই ভবনের উদ্বোধন করেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী। এসময় তিনি বলেন, স্বাভাবিক সন্তানের মতোই সমান সুযোগ, যত্ন ও স্নেহ-মমতা দিয়ে প্রতিবন্ধী ও বিশেষ শিশুদের বড় করতে হবে। এক্ষেত্রে রাষ্ট্র ও সরকার খুবই সহায়কের ভূমিকা পালন করবে। তিনি বলেন, তাদের অধিকারের বিষয়ে সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। প্রতিবন্ধীদের করুণারদৃষ্টিতে নয়, বরং তাদের সব ধরনের সুযোগ- সুবিধা দিয়ে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে তিনি সংশ্লিষ্টদের বাস্তবসম্মত উদ্যোগ নিয়ে কাজ শুরু করার আহবান জানান। দৌলতপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আবু সালেহ মাজনুন কবির পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর আলম দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খান পিপএম জাতীয় সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র ব্যুরো চীফ কুষ্টিয়া আহসান হাবিব লেলিন ও রিফায়েতপুর ইউনিয়ন চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মজিুবর রহমান রহমান প্রমুখ , মোহা: বেদালি মেম্বর। এসময় শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।