২৫০ শয্যা হাসপাতালের উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ॥ হবিগঞ্জের স্বাস্থ্য সেবাসহ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে

045
মোঃ জমির আলী, হবিগঞ্জ জেলা বুরো চীফ: হবিগঞ্জের স্বাস্থ্য সেবাসহ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। হবিগঞ্জবাসির উন্নয়নের জন্য বর্তমান আওয়ামীলীগ সরকার ১শত কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এছাড়াও চলতি শিক্ষাবর্ষ থেকেই হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার বিকেলে ২৫০ শয্যা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের নব-নির্মিত ৬ তলা ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। এসময় তিনি আরও বলেন, আগামী নির্বাচন শেখ হাসিনার অধিনে অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে বিএনপিও অংশ গ্রহন করবে। তিনি বলেন বর্তমান সময়ের আলোচিত বিষয়টি চিগুনগুরিয়া রোগের বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছে আশাকরি কিছু দিনের মধ্যেই সমাধান হয়ে যাবে। বর্তমান প্রধানমন্ত্রীর প্রতিশ্র“তি অনুযায়ী হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মান করা হয়েছে। এ বছর থেকেই হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রমও শুরু হবে। পরে মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিম তলায় এক সুধী সমাবেশ অংশ গ্রহন করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সুধী সমাবেশে তিনি বলেন, বর্তমান সরকার দেশের স্বাস্থ্য বিভাগের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গ্রামের কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন ও উপজেলা হাসপাতালে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোটের সরকার এই কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। কিন্তু বর্তমান সরকার দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। সুধি সমাবেশে সভাপতিত্ব করেন, হবিগঞ্জ-৩ আসনের বার বার নির্বাচিত এমপি ও জেলা আওয়ামীলীগ সভাপতি এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। সুধী সমাবেশে বক্তব্য রাখেন, হবিগঞ্জ-২ আসনের এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, সংরক্ষিত মহিলা আসনের এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম, জেলা প্রশাসক সাবিনা আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও বিএমএ সভাপতি ডা. মুশফিক হোসেন চৌধুরী, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরী, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রথীন্দ্র চন্দ্র দেব ও হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ। পরে মন্ত্রী শায়েস্তাগঞ্জে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *