নোয়াখালীতে সরকারী- বেসরকারী বিভিন্ন দপ্তরের ওয়েভ সাইটগুলো নামে আছে কামে সচল নাই

Pic-3
মোঃ সাহাব উদ্দিন, ষ্টাফ রিপোটার: নোয়াখালী সরকারী অফিস সমূহে ইন্টারনেট ওয়েব সাইড খোলা হলেও হাল নাগাদ কোন তথ্য পাওয়া যায় না। ফলে সংবাদকর্মীসহ সংশ্লিষ্ট জনরা প্রয়োজনীয় সাধারন তথ্যের জন্য হয়রানি হয়ে চলেছে। নোয়াখালী জেলা প্রশাসনের নামে যে ওয়েভ সাইডটি রয়েছে তারই লিংকে সকল অফিসের ওয়েভ সাইড পাওয়া যায়। কিন্ত ১৫ মে পর্যন্ত কোন অফিসের হাল সময় পর্যন্ত তথ্য দেয়া নাই। জেলা প্রশাসকের ভ্রমন সূচী ফেব্রুয়ারী মাস পর্যন্ত দেয়া আছে।আইন শৃঙ্খলা পোর্টালে জেলা কারাগারের তথ্য দেয়া আছে ২০১৩ সালের। সংঘটিত অপরাধের তথ্য দেয়া আছে ২০১৪ সালে ২৮৭টি। স্বাস্থ্য বিভাগে জেনারেল হাসপাতালে এখনো সুপারের নাম দেয়া আছে ডাঃ এসএম ইব্রাহিম,(যার পরে ৩ জন বদলী হয়েছে) বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসকের নাম দেয়া আছে ডাঃ আহসান উল্যা(যিনি মারা গেছে ৩ বছর আগে), কোম্পানীগঞ্জে ডাঃ মোসলে উদ্দিনের নাম দেয়া (যিনি ২ বছর আগে অবসরে গেছেন)। জেলা শিক্ষা অফিস মে মাসের ৬ তারিখ লিখে রাখলেও মান সম্মত শিক্ষা প্রতিবেদন তথ্য ২০১৪ সালের।মানব সম্পদ বিভাগে কোন তথ্যই নেই। বেগমগঞ্জ, কবিরহাট উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাইডে কিছুই পাওয়া যায়নি। সুবর্নচর উপজেলা প্রাথমিক শিক্ষা বিষয়ে দেশ ব্যাপী সুনাম অর্জন করলেও ওয়েভ সাইডে কোন তথ্য পাওয়া যায়নি। নোয়াখালী সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসের কোন তথ্য নাই। সদর ভুমি বিভাগের সাইডে সহকারী কমিশনার( ভূমি)র ছবি ও তাঁর ব্যাক্তিগত তথ্য ছাড়া আর কিছুই নাই।নোয়াখালী জেলা পরিষদের ওয়েব সাইডে চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তার ব্যাক্তিগত কিছু তথ্য, অফিসের কিছু বিজ্ঞাপন ও ফরম আপলোড করা থাকলেও জেলা পরিষদের সম্পদ, আয়-ব্যায়. প্রকল্প তালিকা, বাজেট সংক্রান্ত কোন তথ্য এখনো আপলোড হয় না। নোয়াখালী স্থানীয় সরকার প্রকৌশল শাখার ওয়েব সাইডে সামান্য কিছু নাম ছাড়া কিছুই পাওয়া যায় না। এ সংক্রান্ত বিষয়ে আলাপ করলে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফরিদা খানম, কবির হাট উপজেলার নির্বাহী অফিসার শরিফুল ইসলাম বললেন, নিয়মিত করনের চেষ্ট চলছে. তবে সার্ভার সমস্যায় হয়ে উঠে না। নোয়াখালী এলজিইডির সিনিয়র প্রকৌশলী রাফাউল ইসলাম জানালেন, নোয়াখালীর ওয়েব সাইটে কিছু কিছু আপডেট হয়। তবে এলজিইডি কেন্দ্রীয় ওয়েব সাইটে সব পাওয়া যাবে।নোয়াখালী জেলা পিরষদের নির্বাহী কর্মকর্তার বিশেষ সহকারী শাহারিয়ার বলেন ‘নোয়াখালী জেলায় অন্যদের তুলনায় আমরাই ভাল আপলোড দিতেছি, আগামীতে আরো ভাল করবো।’চৌমুহনী পৌরসভার ওয়েব সাইট মোটামুটি তৈরী হয়েছে। গুরুত্বপূর্ন টেন্ডার আপলোড হচ্ছে। এক নজরে পৌরসভাকে জানতে যে সব তথ্য থাকা দরকার তা এখনো নাই। বিভিন্ন শাখা ভিত্তিক নানাবিদ তথ্যগুলো এখনো দেয়া হয় না। ওয়েভ স্ইাট নিয়ে কাজের দায়িত্ব প্রাপ্ত সহকারী মনছুর আহাম্মদ জানালেন, অফিসের কাজের চাপে ওয়েভ সাইট নিয়ে কাজ করার সূযোগ হয়ে উঠে না। তবে পূনাঙ্গ তথ্যপূর্ণ ওয়েভসাইট করার বিষয়ে কাজ চলছে।
চৌমুহনী পৌরসভার সচিব কাইয়ুম উদ্দিন জানালেন, ওয়েভ সাইডটি বিস্তারিত তথ্য পূর্ন, নিয়মিত আপলোড করার কাজ চলছে। দ্রুততম সময়ে পূর্নাঙ্গ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *