অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১ শিশুসহ ১২ নারী-পুরুষ আটক
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার সাদীপুর সীমান্তে অভিযান চালিয়ে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে ১ শিশুসহ ১২ নারী-পুরুষকে আটক করেছে আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। বুধবার বেলা ১ টার সময় সাদীপুর সীমান্তের পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো-আলামিন (২২),শুভ (২২),মাসুদ খয়রাতি (৩৩),শেখ রাসেল (২৫), স্বপ্না (৩০), কেয়া (৩৫), নাসরিন (২০), সাবানা (৩৫), জোসনা (২৫), সোনিয়া (১৬), নাহিদা (২৩) ও তার শিশু সন্তান সালমা (২)।এদের বাড়ী নড়াইল ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়। বিজিবি জানায়,গোপন একটি খবর আসে অবৈধ পথে বাংলাদেশ থেখে বেশ কিছু নারী-পুরুষ ভারতে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির নায়েক রহমান ও সৈনিক নজরুল ফোর্স নিয়ে সাদিপুর সীমান্তের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে এক শিশুসহ ১২ জন বাংলাদেশী নারী-পুরুষকে আটক করে। বেনাপোল চেকপোষ্ট ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১ শিশুসহ ১২ বাংলাদেশী নারী-পুরুষকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।