বেনাপোলে সোয়া ১ কেজি সোনার বার সহ ফের এক পাসপোর্টযাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে আজ রবিবার সকাল সাড়ে ৮ টায় ফের পৌনে সোয়া ১ কেজি সোনার বার সহ সেলিম হাওলাদার (৩৮) নামে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা। আটক সেলিম মুন্সীগঞ্জ জেলার টুংগীবাড়ি থানার বলয় গ্রামেরশামসুল হকের ছেলে। বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের ডেপুটি কমিশনার মো: আব্দুস সাদেক জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে বিপুল পরিমান সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার একটি টিম নোম্যান্সল্যান্ড এলাকায় ভারতগামী পাসপোর্ট যাত্রী সেলিমকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে দেহে ফিটিং অবস্থায় সোয়া ১ কেজি ওজনের ৬ টি সোনার বার জব্দ করা হয়। গতকাল রবিবার সকালে একজন মহিলা পাসপোর্ট যাত্রীর দেহ তল্লাশী করে ৩ কেজি সোনার বার সহ তাকে আটক করা হয়। আটক সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা দেয়া হয়েছে। আটক সেলিমকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। বারবার কাস্টমস তল্লাশী কেন্দ্র পার হয়ে কিভাবে প্রতিদিন কেজি কেজি সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে। তল্লাশী কেন্দ্র পার হওয়ার পর শুল্ক গোয়েšদা কর্মকর্তারা তা আটক করায় কাস্টমস এর ভাবমুর্তি অনেকটা নস্ট হচ্ছে বলে এলাকায় গুঞ্জন শুরু হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।