গাইবান্ধা সুন্দরগঞ্জে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

MP PICTURE-3
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা: সুন্দরগঞ্জে ৫০০ বন্যা দূর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার বেলকা এমসি উচ্চ বিদ্যালয় ফুটবল খেলার মাঠে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা-১, সুন্দরগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহম্মেদ, গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার, উপজেলা নির্বাহী অফিসার এস.এম গোলাম কিবরিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ্, নাফিউল ইসলাম সরকার জিমি প্রমূখ। শেষে এমপি ও জেলা প্রশাসক বেলকা ইউনিয়নের ৩০০ পরিবার ও হরিপুর ইউনিয়নের ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণের মধ্যে ছিল, চাল, চিনি, লবণ, তেল, চিড়া-মুড়ি, দিয়াশলাই, মোমবাতি ও ডাল। তবে অনেক বন্যা কবলিত পরিবার এখনও ত্রাণ পায়নি বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *