লালমনিরহাটের বুড়িমারী সীমান্ত এলাকায় এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী।
এস এম আলতাফ হোসাইন সুমন,(লালমনিরহাট ) জেলা প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী সীমান্ত এলাকায় ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগীতায় অবৈধভাবে গরু আনার সময় এক বাংলাদেশীকে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিজিবি ও সীমান্ত সূত্রে জানা গেছে, শনিবার (১৫ জুলাই) ভোরে রাতে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের ৪ নম্বর সাব পিলারের নিকট দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে গরু আনার সময় চ্যাংরাবান্ধা ৬১ বিএসএফ ব্যাটালিয়নের টহল দলের সদস্যরা বাংলাদেশী গরু ব্যবসায়ী মুগলিবাড়ী গ্রামের রাজ্জাক হোসেন (৩২) কে আটক করে। তার পিতার নাম মৃত ইস্রাফিল আলী। বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)- এর বুড়িমারী ক্যাম্প সুবেদার জাকির হোসেন জানান, বাংলাদেশ গরু ব্যবসায়ীকে বিএসএফ নিয়ে গেছে এরকম কোনো খবর আমাদের জানা নেই। এ ব্যাপারে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি), লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মোরশেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাতে বাংলাদেশী ওই গরু ব্যবসায়ীকে ভারতের ভিতরে বিএসএফ হাতে- নাতে আটক করেছে। তার নিকট বাংলাদেশী সতের হাজার টাকাও পেয়েছে তারা। এ ঘটনায় শনিবার ( ১৬ জুলাই) সকালে বুড়িমারী জিরো পয়েন্টে বিজিবি- বিএসএফে’র এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফ ধৃত বাংলাদেশীকে অবৈধ অনু-প্রবেশকারী ও চোরাচালান মামলায় মেকলিগঞ্জ থানা পুলিশের নিকট সোর্পদ করেছে বলে জানিয়েছেন।