বেনাপোলে আবারও ২৩ লাখ টাকা মুল্যের ৫ট স্বর্নের বার সহ এক ব্যাবসায়িকে আটক করেছে কাষ্টম শুল্ক গোয়েন্দা-

14
বেনাপোল প্রতিনিধি : স্থল বন্দর বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে পাচারকালে আবারও প্রায়২৩লাখ টাকা মুল্যের ৫টি স্বর্নের বার সহ জালাল আহম্মেদ সেলিম (৫২)নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাষ্টম শুল্ক গোয়েন্দা। সে ঢাকা সুত্রাপুর এলাকার এয়াকুব আলীর ছেলে। জালাল একজন চিহ্নিত র্স্বর্ন ব্যাবসায়ি বলে জানান কাষ্টম। বুধবার সকালে ৭টি স্বর্নের বার সহ এক পাচারকারীকে আটক করে কাষ্টম। বেনাপোল কাষ্টম সহ কমিশনার আব্দুস সাদিক জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন শুক্রবার সকালে বেনাপোল কাষ্টম চেকপোষ্ট দিয়ে ভারতে একটি সোনার চালান পাচার হচ্ছে জানতে পেরে সন্দেহভাজন জালালকে আটক করা হয়। পরে তার শরীরের মলদরে বাধা অবস্থায়-তল্লাশি করে ৫টি স্বর্নের বার জব্দ করা হয়। যার ওজন ৫শ২৫গ্রাম বলে জানান তিনি।আটক সোনা পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দসহ সোনা শুল্ক ষ্টেশনে জমা দেওয়া হবে বলে জানায় কাষ্টম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *