পরিমলের খুনের বিচারের দাবিতে মণিরামপুরে মানববন্ধন,বিক্ষোভ
আনোয়ার হোসেন,মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরের বিশিষ্ট ব্যবসায়ী পাল ব্রাদার্সের সত্ত্বাধিকারী পরিমল পালের খুনিদের আটক করে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। শনিবার বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে তারা এই মানববন্ধন ও বিক্ষোভ করেন। সড়ক অবরোধ করে শহরের রাজগঞ্জ মোড়ে সমাবেশ চলায় এসময় যশোর-চুকনগর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। রাত ১০ টায় যখন বাজারে মানুষ ভরপুর তখন থানা চত্বরের পাশে কিভাবে এমন একটি নৃশংস ঘটনা ঘটতে পারে তাতে সংশয় প্রকাশ করে সমাবেশে ব্যবসায়ী নেতারা বলেন,পরিমলের হত্যার বিচারের দাবিতে আমরা দুর্বার আন্দোলন ঘটে তুলব। খুনিদের গ্রেফতার না করা পর্যন্ত রাজপথ ছেড়ে আমরা দোকানে ফিরতে চাই না। পুলিশ যদি আসামীদের খুজে বের করে গ্রেফতার করতে না পারে তাহলে আমরা থানা,ইউএনও অফিস ও ডিসি অফিস ঘেরাও কর্মসূচি দেব। তারপরও যদি পুলিশ ব্যার্থ হয় তাহলে পত্রিকার মাধ্যমে খোলা চিঠি লিখে বিষয়টি প্রধান মন্ত্রীকে অবহিত করা হবে। আগামী বৃহস্পতি বারের মধ্যে যদি পুলিশ খুনিদের ধরতে না পারে তাহলে শুক্রবার বিকেল চারটায় ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে পৌরসভা চত্বরে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন। তাছাড়া যদি পুলিশ খুনিদের আটক করতে না পারে তাহলে দোকান বন্ধ রেখে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত ব্যবসায়ীদের রয়েছে বলে সমাবেশ থেকে জানানো হয়।
পুলিশকে উদ্দেশ্য করে ব্যবসায়ী নেতারা বলেন,যদি ওসি পরিমলের খুনিদের খুঁজে বের করতে না পারে তাহলে তাকে এখানে থাকার দরকার নাই। ক্ষমতাসীন দলের নেতাদের উদ্দেশ্যে তারা বলেন,আপনারা কেন পরিমলের খুনিদের আটকের দাবিতে পুলিশের সাথে বসছেন না। তাহলে কি আমরা ধরে নেব খুনিরা আপনাদেরই ছত্রছায়ায় রয়েছে ? যদি তা না হয় তাহলে দ্রুত পুলিশের সাথে বিষয়টি নিয়ে বসুন। পরিমলের খুনের বিচার চান। সমাবেশে ব্যবসায়ী নেতারা আরও বলেন,তাদের সিদ্ধান্ত রয়েছে যদি পুলিশ খুনিদের চিহ্নিত করতে পারে, আর তাদের বাড়ি মণিরামপুরে হয়, তাহলে খুনিদের এবং তাদের পরিবারের কাছে তারা কোন পণ্য বিক্রি করবেন না। ‘খুন হয়েছে আমার ভাই,খুনি তোদের রক্ষা নাই’ এসময় ব্যবসায়ীরা এই শ্লোগান দিতে থাকেন। বিক্ষোভ সমাবেশে সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি অরুন নন্দন,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি,যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা প্রভাষক ফারুক হোসেন, পরিমলের বড় ভাই রতনকুমার পাল,পৌর কমিশনার মফিজুর রহমান,কমিশনার আব্দুর রহমান,কমিশনার মোহাম্মদ আজিমসহ বাজারের দোকান মালিক ও কর্মচারীরা অংশ নেন। প্রসঙ্গত,চলতি মাসের প্রথম তারিখে রাত ১০ টার দিকে পৌর শহরের দোলখোলা মোড়ে নিজ বাড়ির সামনে ছিনতাইকারীদের ধারাল অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হন পরিমল। পরে রাত দুই টার দিকে যশোর সদর হাসপাতালে তার মৃত্যু হয়।