কুষ্টিয়া দৌলতপুরে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ এক সন্ত্রাসী আটক।
আহসান হাবিব লেলিন জেলা প্রতিনিধি (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের অভিযানে গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও অত্যাধুনিক চাকুসহ লিটন (৩২) নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সোনাইকুন্ডি এলাকা তাকে আটক করা হয়। শুক্রবার তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটক সন্ত্রাসী লিটন পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার মির্জাপুর গ্রামের নবির উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গোপন সূত্রের খবরের ভিত্তিতে দৌলতপুর থানার এসআই গৌতম মন্ডলের নেতৃত্বে এসআই শরিফুল ইসলাম, এএসআই সিদ্দিকুর রহমান প্রয়োজনীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি এলাকায় অভিযান চালান। এ সময় পুলিশ লিটনকে আটক করে তার দেহ তল্লাশি করে একটি সেভেন পয়েন্ট সিক্স বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি অত্যাধুনিক ডাবল পয়েন্ট স্প্রিংয়ের চাকু উদ্ধার করতে সক্ষম হয়। এসআই গৌতম মন্ডল জানান, পুলিশের এ অভিযানের সময় সন্ত্রাসী লিটন সেখানকার একটি নির্জন স্থানে বসে মোবাইল ফোনে কথা বলছিল। এদিকে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরের দিকে আটক লিটনকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ শাহ্ দারা খান জানান, সে (লিটন) একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।