মাগুরার শ্রীপুরে বিড়ল প্রজাতির একটি সাপ অবমুক্ত
মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাষিয়াড়া গ্রামের হোসেন মোল্যার ছেলে বিল্লাল হোসেন ঘাষিয়ারা মাঠের খালে ঘুনি (মাছ ধরার যন্ত্র) পেতে রাখে গতকাল মঙ্গলবার সকালে গিয়ে দেখতে পায় আগের দিনগত রাতে পেতে রাখা ঘুনিতে বিশাল আকৃতির একটি বিড়ল প্রজাতির কালো ডোড়াকাটা সাপ আটকে আছে । পাশে থাকা লোকজন ডেকে সাপটি জাল দিয়ে পেচিয়ে বাড়িতে নিয়ে আসে । সাপটি দেখতে তার বাড়িতে হাজার হাজার মানুষ ভীল করে। পরে বেলা সারে তিনটার সময় সাপটি নাকোল পুলিশ ফাড়িতে সপর্দ করলে শ্রীপর উপজেলা কর্মর্কতার নির্দ্দেশে বিকাল চারটার সময় মাগুরা সদর উপজেলা বণকর্মর্কতা মোঃ রকিব উদ্দিন ও রোড পরিদর্শক এস,এম জাকির হোসেন ,সাংবাদিক, জনপ্রতিনিধি এবং এলাকার বিশিষ্ঠ ব্যাক্তি গনের উপস্থিতিতে নাকোল বাজার সংলগ্ন গড়াই নদীর ধারে ৫ হাত লম্বা কালো ও হলুদ ডোরাকাটা বিড়ল প্রজাতির সাপটি অবমুক্ত করেন।