নওগাঁ-১ আসনে আ’লীগের একক প্রার্থী থাকলেও বিএনপির একাধীক
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামাতপুর) আসনে আওয়ামী লীগের একক প্রার্থী থাকলেও বিএনপির মনোনয়ন পেতে একাধীক নেতা মরিয়া হয়ে উঠেছেন। মনোনয়ন পেতে ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও লবিং ছাড়াও মাঠপর্যায়ে গণসংযোগ করে চলেছেন তারা।
এ আসনে আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে নির্বাচন করবেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বর্তমান সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি। বিএনপির সম্ভাব্যদের তালিকায় রয়েছেন জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তরুন নেতা মাসুদ রানা, সাপাহার উপজেলা বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুন নূর, নিয়ামাতপুর উপেজলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ডা: ছালেক চৌধুরী, একই উপজেলার বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার শাহ খালেদ চৌধুরী পাহিন। জাতীয় পার্টি থেকে পোরশা উপজেলা সভাপতি আকবর আলী কালু একক প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
এ আসনে গত ২০০৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী তিন বারের সাবেক সংসদ সদস্য ডা: ছালেক চৌধুরীকে বিপুল ভোটে পরাজিত করে প্রথম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন বাবু সাধন চন্দ্র মজুমদার। গত ২০১৪ ইং সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দীতায় আওয়ামীলীগের জেলা সাধারণ সম্পাদক বাবু সাধন চন্দ্র মজুমদার ২য় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। জয়ের পর থেকে এ আসনে তিনি ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন। সে হিসেবে এ আসনে আওয়ামীলীগের একক প্রার্থী সাধন চন্দ্র মজুমদার এমপি জয়ের ব্যাপারে খুবই আশাবাদী।
এ আসনে বিএনপিতে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় কেন্দ্রীয় বিএনপির সঠিক সিদ্ধান্ত না নিতে পারলে আভ্যন্তরীন কোন্দলের শিকার হয়ে দলীয় প্রার্থীকে ভোটের রাজনীতিতে চরম মূল্য দিতে হবে অভিমত একাধিক শীর্ষ নেতার। বর্তমানে কেন্দ্রীয় নেতাদের চাপের মুখে পড়ে ঘরোয়া ভাবে নানাহ কর্মসূচী পালনের মাধ্যমে সাংগঠনিক ভাবে সকল ইউনিটকে গুছিয়ে নিচ্ছেন বিএনপি।
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ইতিমধ্যে তরুন নেতা মাসুদ রানা মনোনয়ন পেতে লবিংয়ের পাশাপাশি তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারনা করে যাচ্ছেন।
গত ২০০৮ ইং সালে সংসদ নির্বাচনে বিএনপির পরাজিত প্রার্থী ও সাবেক এমপি ডা: ছালেক চৌধুরী এবারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থিতার বিষয়ে। এ আসনে সাপাহার উপজেলা বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুন নূর আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বলে জানিয়েছেন। বিএনপির মনোনয়ন পেতে মোস্তাফিজুর রহমান ও পাহিন চৌধুরী চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। তবে কেন্দ্র যাকে মনোনয়ন দেবে তিনিই হবেন এ আসনের প্রার্থী।
এ আসনে আগামী নির্বাচনে বর্তমান সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজমুদার আওয়ামীলীগের একক প্রার্থী হওয়ায় বিএনপি তাদের প্রার্থিতা নিয়ে কঠিন হিসাব-নিকাশ করছে বলে জানা গেছে।
জামায়াত নিবন্ধন হারিয়ে অবস্থান করছে কৌশলী ভূমিকায়, ইসলামী ফ্রন্টসহ জোট-মহাজোটের বাইরে থাকা ছোটখাট দলগুলো রাজনৈতিক মাঠে পা ফেলছেন অনেকটা সর্তক ভাবে। নির্বাচনে আরও প্রায় দেড় বছর বাকী থাকলেও ক্ষমতাসীন দলের একক প্রার্থী বর্তমান সংসদ সদস্য বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি নিজ নির্বাচনী এলাকা নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামাতপুর) এর সকল ইউপিতে ব্যাপক গণসংযোগ শুরু করে দিয়েছেন। রমজান মাসে ইফতার পার্টিসহ নানাহ কর্মসূচীতে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরার পাশাপাশি দলের সকল ইউনিটকে ঐক্যবদ্ধ রাখতে কাজ করছেন। তারা শুধু রাজনৈতিক কর্মসূচীতেই নয় দলের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। সেখানেও তারা তাদের সরকারের উন্নয়ন চিত্র জনসম্মুখে তুলে ধরছেন।