মোল্লাহাটে নগরকান্দি পোষ্ট মাস্টারসহ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ’র তদন্ত শুরু

IMG_0978
এম এম মফিজুর রহমান-মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : ডাক বিভাগের দুই কর্মকর্তার সহযোগীতায় বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নগরকান্দি বাজার পোষ্ট মাস্টারের বিরুদ্ধ সীমাহীন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের নিজস্ব জমি বিক্রি করাসহ কম্পিউটার, উচ্চ ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ সিস্টেম/প্যানেলসহ যাবতীয় সরঞ্জাম ব্যক্তিগত ব্যবসার কাজে ব্যবহারের বিষয়ে এলকাবাসীর করা লিখিত অভিযোগের তদন্ত শুরু হয়েছে। লিখিত অভিযোগকারীদের কোনরূপ পূর্বাবগতি ছাড়াই গত ০৪/০৭/১৭ ইং অভিযুক্ত কর্মকর্তা ডিপিএমজি আমিনুর রহমান ও পরিদর্শক তৌহিদুল ইসলাম এবং পোষ্ট মাষ্টার আবুল কালাম আজাদকে সঙ্গে নিয়ে সরেজমিনে তদন্ত করেন অতিরিক্ত পোষ্ট মাস্টার জেনারেল মোঃ শামসুল আলম। তদন্তকালে নগরকান্দি বাজার পোষ্ট অফিস এলাকা’র একটি দোকানে ডেকে আনা হয় অভিযোগকারী মোঃ বাদশা মিয়া শেখ’কে। ওই সময়ে অভিযোগকারী বাদশা মিয়া শেখ’কে কৌশলগত কথার মাধ্যমে গুটিয়ে দেয়ার/ভীতসন্ত্রস্থ করার চেষ্টা করা হয় বলেও সাংবাদিকদের জানান অভিযোগকারী বাদশা মিয়া শেখ। বাদশা মিয়া শেখসহ এলকাবাসী জানান, নগরকান্দি বাজার পোষ্ট মাস্টার আবুল কালাম আজাদ অনৈতিক সুবিধা গ্রহণের মাধ্যমে পোষ্ট অফিসের নিজস্ব জমি সোনালী বিড়ি কারখানার দখলে দিয়েছেন, এমনকি পোষ্ট অফিসের নিজস্ব ঘরটিও ব্যবহার না করে একই বাজারে নিজের ঔষধের দোকানে কার্যক্রম করার মাধ্যমে মূল্যবান যাবতীয় সরঞ্জাম ব্যবসায়িক কাজে ব্যবহার করে চলেছেন। আর তাকে ওই সকল কাজে প্রত্যক্ষ সহযোগীতা করছেন ডিপিএমজি মোঃ আমিনুর রহমান ও পরিদর্শক মোঃ তৌহিদুল ইসলাম। উক্ত সকল ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ ও সরকারী সম্পত্তি দখল মুক্ত করার লক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়। আর ওই অভিযোগ’র প্রকাশ্য প্রমান সমূহ উপেক্ষা করে ডাক বিভাগের লোকদের রক্ষায় অপচেষ্টা চালাচ্ছেন বলে তদন্ত কর্তার বিরুদ্ধেও অভিযোগ করেন মোঃ বাদশা মিয়া শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *