নোয়াখালীতে যৌতুক না পেয়ে স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার অভিযোগ ঘাতক স্বামী পলাতক
মোঃ গিয়াস উদ্দিন মিঠু : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নে নূরুল ইসলাম মেম্বার বাড়ির মৃত শহীদের ছেলে আজাদ এক সন্তানের জননী ফরহানা আক্তার টুম্পা কে যৌতুক না পেয়ে শ্বাসরোধ করে গত শনিবার দুপুর ১২ টায় মেরে তার ঘরে ফেলে রাখে। পরে এলাকাবাসি খবর পেয়ে পুলিশ ও সাংবাদিকরা খবর দেয়। রাত ১১ টায় বেগমগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যায় এবং তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন। এলাকাবাসী জানান আজাদ এর পূর্বে তিনটি বিয়ে করে প্রত্যেক স্ত্রীকে যৌতুক না পেয়ে নির্যাতন করে তাড়িয়ে দেয়। সে একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকায় তার নারী নির্যাতনের নেশা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এলাকার কেউ তার ভয়ে কথা বলে না। একটি কুচক্রি মহল তাকে সহযোগিতা করছে। প্রকাশ্য দিবালোকে হত্যাকান্ড করার পরও পুলিশকে খবর দেওয়ার পর পুরোদিন পুলিশ না এসে পরে রাত ১১টায় সাংবাদিকদের টেলিফোন পেয়ে ঘটনাস্থলে আসতে বাধ্য হয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের মা বিবি কুলছুম জানান আজাদ ২০১৬ ইং সালে ৫০ হাজার টাকা যৌতুক নিয়ে তার মেয়েকে বিয়ে করেন। গত রমযানের ঈদে ১০ হাজার টাকা যৌতুক নেয় এবং গত ৬জুলাই বৃহঃপতিবার ৫০ হাজার টাকা না দিলে মেয়েকে মেরে তার লাশ বাড়িতে পাঠিয়ে দিবে বলে মোবাইলে হুমকি দেয়। শনিবার টুম্পাকে হত্যা তার প্রতিফলন। নিহত টুম্পার বাবা সিএনজি চালক আবুল কাসেম জানান একটি চক্র এই হত্যাকে অন্যদিকে প্রবাহিত করার জন্যে ষড়যন্ত্র করছে। উক্ত হত্যাকারী ও সহায়তাকারীদের কে বিচারের মুখোমুখি করার জন্য মাননীয় স্ব-রাষ্ট্রমন্ত্রীর জোর হস্তক্ষেপ কামনা করেন।