ছাতকে নগদ টাকা ছাড়াই বাড়ি ফিরলো হতদরিদ্র ৩৮টি পরিবার
নাজমুল ইসলাম, ছাতক (সুনামঞ্জ) প্রতিনিধি : ছাতকে নগদ টাকা ছাড়াই বাড়ি ফিরলো হতদরিদ্র ৩৮পরিবারের লোকজন। জনপ্রতি ৩০তেজি করে চাল পেলেও এরসাথে বরাদ্ধের নগদ ৫শ’টাকা করে তারা পায়নি। কর্তৃপক্ষের অনিয়মের ফলে তারা ১৯হাজার টাকা পাওনা থেকে বঞ্চিত হয়। এনিয়ে উপজেলা জুড়ে ক্ষোভ ও অসন্তেুাষ বিরাজ করছে। জানা যায়, রোববার সকালে দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদে ৩৮জন হতদরিদ্র জেলে ও কৃষকের মধ্যে জনপ্রতি ৩০কেজি চাল বিতরন করা হলেও জনপ্রতি নগদ ৫শ’টাকা করে বিতরণ করা হয়নি। ফলে নগদ টাকা ছাড়াই বাড়ি ফিরলো ৩৮জন পরিবারের লোক। ইউপি সদস্য আব্দুল আজিজ, কৃপেশ চন্দ্র দাস, সুহেল মিয়া, সমুজ মিয়া ও বাদল মিয়া জেলে ও কৃষকদের মধ্যে টাকা ছাড়াই ৩০কেজি করে চাল বিতরনের কথা স্বীকার করেন। ইউপি সচিব নিরঞ্জন বাবু জানান, চেয়ারম্যান সাহেব এ বরাদ্ধে নগদ অর্থ নেই বলায় মাষ্টার রোলে টাকার কলাম বাদ দিয়েই শুধু চাল বিতরন করা হয়। ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির জানান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস থেকে বরাদ্ধ পত্রে শুধু চাল বিতরনের জন্যে বলা হয়। এটিতে টাকার কোন উল্লেখ ছিলনা। কিন্তু পিআইও ৯জুলাই এর তারিখে বিকেল বেলা নগদ টাকার একটি চেক হাতে ধরিয়ে দেন বলে জানান তিনি। এব্যাপারে পিআইও শহিদুজ্জামান বলেন, বরাদ্ধ পত্রের সাথে চেয়ারম্যানকে চাল ও নগদ টাকার চেক দেয়া হয়েছে। তবে সগদ টাকা বিতরন করা না হলে আইনানূগ ব্যবস্থা নিবেন বলে তিনি জানান। উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিরুল্লা খান বলেন, বরাদ্ধের টাকার চেকে অনেক আগেই স্বাক্ষর দেয়া হয়েছে। তবে বিতরনে অনিয়ম হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।