গোপালপুরে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : ‘প্রতিবন্ধী ব্যক্তিরাও কাজ করতে সক্ষম, হয়তো তাদের কাজের ধরণ ভিন্ন হতে পারে’ শ্লে¬াগানে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে টাঙ্গাইলের গোপালপুরের বেসরকারী উন্নয়ন সংগঠন ‘উন্নত জীবনের সন্ধানে (ঊসা)’র ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ২১জুন বুধবার বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সংগঠনটির নির্বাহী পরিচালক মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে সংগঠন কার্যালয়ে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র রকিবুল হক ছানা। বিশেষ অতিথি ছিলেন, শহর আওয়ামী লীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ কুন্ডু, গোপালপুর কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস শেখ ফেরদৌস ওয়াহিদ রিপন, পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম দিপু প্রমুখ।
এসময় উপজেলার নগদাশিমলা ইউনিয়নের ১২টি গ্রামের প্রতিবন্ধী ও হতদরিদ্র ১৫জন নারীকে আড়াইমাস ব্যাপি বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আয় বৃদ্ধি করার লক্ষ্যে জনপ্রতি একটি করে সেলাই মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান বাবু।