কুমিল্লার লাকসামে ৯কাষ্টম কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে-
বেনাপোলে কাষ্টম কর্মকর্তাদের বিক্ষোভ সমাবেশ-স্বারক লিপি প্রদান-আমদানি রফতানি কার্য্যক্রম বন্ধ : কুমিল্লার লাকসামে রাজস্ব আহরনের অভিযানকালে সন্ত্রাসী কর্তৃক ৯ কাষ্টম কর্মকর্তার উপর হামলা ও লাঞ্চিতের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বেনাপোল কাষ্টম হাউসের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে (খকাএভ) এর সংগঠন বেনাপোল কাষ্টম কর্মকর্তারা। ফলে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি কার্য্যক্রম রয়েছে বন্ধ। পরে বেনাপোষ্ট কাষ্টম কমিশনারের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃপক্ষের বরাবর স্বারক লিপি দিয়েছেন তারা। কালো ব্যাচ ধারন করে কর্মবিরতি পালন করছেন কাষ্টম কর্মকর্তারা। এর শুষ্ট বিচার না হলে আরো বৃহৎ কর্মসূচি ঘোষনা দেওয়া হবে বলে জানান সংগঠনের বেনাপোলস্থ সভাপতি কাষ্টম সুপার নজরুল ইসলাম।
কাষ্টম সুপার নজরুল ইসলাম লিখিত অভিযোগে জানান-১২ জুন কুমিল্লার লাকসামে রাজস্ব আহরনে যায় ২নারী কাষ্টম কর্মকর্তা সহ ৯জন। লাকসামে রাসেল ষ্টোরের রাসেল সহ একদল দুর্বৃত্ত কোন কারন ছাড়ায় নারীদের তাদের উপর হামলা ও মারপিট করে জখম করে কাষ্টম কর্মকর্তাদের। এর প্রতিবাদ ও শুষ্ট বিচার দাবী করেন তারা।