মাগুরার শ্রীপুরে রতœর্গভামায়ের প্রথম তিরোধান দিবস ও স্মৃতি রক্ষার্থে নির্মানাধীন স্মৃতি সৌধের শুভ উদ্ভোধন
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে রতœর্গভামায়ের প্রথম তিরোধান দিবস ও স্মৃতি রক্ষার্থে গতকাল বৃহস্পতিবার নির্মানাধীন স্মৃতি সৌধের শুভ উদ্ভোধন অনুষ্ঠান অনষ্ঠিত হয়।উক্ত ধর্মীয় অনুষ্ঠানে ঢাকা ইসকোন মন্দিরের ধর্ম প্রচারক ও ু মহারাজ সহৃতগোবিন্দ, গীতাহোমযঙ্গ,গীতাদান,ধর্মীয়অনুষ্ঠন পরিচালনা করেন,তার সহযোগীতায় ছিলেন সাধু সনৎ,সিদ্ধগোপাল,অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করেন বিশিষ্ঠ কীর্তনীয়া তাপস কুসার মন্ডল,,পুজায়ন্তে প্রসাদ বিতরন ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন শ্রীপুর উপজেলা পৃুজাউদযাপন পরিয়দের সভাপতি শিশির সিকদার,সাধারন সম্পাদক মনোরন্জন সরকার,দারিয়াপুর কালি মন্দির কমিটির সভাপতি ও দারিয়াপুর ডিগ্রি কলেজের প্রভাষক রসময় সরকার, কাদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী বিশ্বাস বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাধান,চাকুরিজীবি,ব্যবসায়ীসহ এলাকার সাধারন মানুষ।রতœর্গভা সেবাদাসী এক কন্যা অনিতা রানী বিশ্বাস, তিন পুত্র প্রকৌশলী বিপ্লব কুমার মন্ডল,ডাঃ পঙ্কজ কুমার মন্ডল,প্রকৌশলী রথীন্দ্রনাথ মন্ডলকে রেখে গেছেন।