যশোরের মণিরামপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্থদের টিন ও টাকা প্রদান
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৯৯ টি পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে টিন ও টাকা প্রদান কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। রোববার (২৮.৫.১৭ ইং) তারিখ বিকেলে উপজেলা চত্বরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি এই কাজের উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মন্ডল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক,শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি,ব্যবসায়ী তুলসী বষু প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক জানান,গত এক বছরে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে আবেদনকারী ৭৩ টি পরিবার,উপজেলার পাড়দিয়া বাজারে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ১১ টি দোকান মালিক ও ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ২২০ বান টিন ও নগদ ৬ লাখ ৬০ হাজার টাকা প্রদান শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই বিতরণ কাজ শেষ হবে বলে জানান পিআইও।