মসজিদের সামনে ককটেল বিস্ফোরণের জের পত্নিতলায় ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত আটক
মে: আব্দুর রহিম,পত্নিতলায় (নওগাঁ) প্রতিনিধি: বৃহস্পতিবার নওগাঁর পত্নিতলায় দিনব্যাপি অভিযান চালিয়ে থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে আন্তঃজেলা ডাকাত দলের ৮জন সদস্যকে আটক করেছে। আটককৃতরা হলেন, সাপাহার উপজেলার বলডাঙ্গা গ্রামের মৃত নূর মোহাম্মদের পুত্র আলম (৩৬), ভোট্রাপাড়া গ্রামের কান্দু মন্ডলের পুত্র আবু তাহের (৪২), পুত্র নুরুজ্জামান (১৮), মির্জাপুর গ্রামের মজিবরের পুত্র সুমন (১৮), দোয়ানীপাড়া গ্রামের ফয়জারের পুত্র পিঠু (৩৫), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পলাশ বাড়ি গ্রামের মৃত কছিমুদ্দিনের পুত্র লালু (৩৫), একই উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের মজিবরের পুত্র সোহেল (৩০) ও ভোলাহাট উপজেলার ছোট জাম বাড়িয়া গ্রামের মৃত বিদুৎ ব্যাপারির পুত্র রাসেল (১৬)। এামলার বাদি থানার এস,আই রবিউল ইসলাম জানায়, আটককৃতদের কাছ থেকে ৩টি ককটেল, ১টি শিদকাটি, ৪টি টর্চ লাইট, ১টি বড় হাসুয়া এবং ১টি লাল ব্যাগ উদ্ধার করা হয়েছে। আটককৃত আলমের নিকট ১০পিছ এবং আবু তাহেরের নিকট ১৫পিছ ইয়াবা ট্যাবলেট ও পাওয়া গেছে। আটককৃতদের নামে গত ২৫/৫/১৭ তারিখে ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩,৫,৬/৩৯৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩১। পত্নিতলায় থানা অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, ওইদিন ভোর রাতে নজিপুর বাসষ্ট্যান্ড জামে মস্জিদের সামনে ককটেল বহন করার সময় আকর্ষিকভাবে বিস্ফোরণের পর আটককৃত রাসেলের তথ্যের ভিত্তিতে থানা পুলিশ আসামীদের আটক করে। সে জানায় ডাকাতদলের সদস্যরা ঢাকাগামী যাত্রীবাহী ডাকাতির জন্য এ এলাকায় অবস্থান নিয়ে ছিল। আটককৃতরা আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য। তাঁরা শুধুমাত্র ছিনতাই ও ডাকাতির সাথে জড়িত কলে পুলিশের নিকট স্বীকারোক্তি দিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী কাজ করে তারা ঢাকাসহ এলাকার বিভিন্ন স্থানে অবস্থান করে। ধৃত ডাবাত দলের সদস্যদের কয়েকজনের বিরুদ্ধে,পতœীতলা,সাপাহার,পোরশাসহ ৪টি থানায় একাধিক ডাকাতি ঘটনার সাথে জড়িত থাকার মামলা রয়েছে বলেও তিনি জানান।