হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা এলাকায় ছেলের হাতে মা খুন
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা এলাকায় ছেলের হাতে মা খুন। আটক কৃত ছেলের স্বীকারোক্তি রান্নাঘর থেকে হত্যায় ব্যবহৃত চুরি উদ্ধার। নবীগঞ্জ উপজেলার পল্লীতে মাকে গলা কেটে হত্যা করেছে তার নিজ ঔরষ জাত সন্তান। আমিন আহমেদ এ তথ্যা দিয়েছে পুলিশের দাবী। আটক কৃত আমিন তার মায়ের সাথে অন্য লোকের পরকিয়া মেনে নিতে না পেরে নিজ হাতে ধারালো চুরি দিয়ে মাকে গলা কেটে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে। তার দেওয়া তথ্যর ভিত্তিতে হত্যার কান্ডের ব্যবহৃত চুরি উদ্ধার করেছে তদন্ত কর্মকর্তা এস আই সুজিত চক্রবর্তী। তবে ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে উপজেলা বাউসা ইউনিয়নের কামিরাই গ্রামে খবর পেয়ে শনিবার সকালে পুলিশ বোরকা পরিহিত ঐ মহিলা গলা কাটা লাশ হাত বাধা অবস্থায় উদ্ধার করেছে নিহত আমেনা আক্তার ঐ গ্রামের মানুষিক ভারসাম্যহীন আবিদ উদ্ধার স্ত্রী ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ বাহুবলের সার্কেল রাসেলুর রহমান ওসি এস এম আতাউর রহমান ও র্যাব-৯ এর এক দল সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকার শত শত লোকজন নিহতের বাড়ীতে ভিড় জমান। এ সময় স্বজনদের আহাজাড়ীতে এলাকার বাতাস ভারী হয়ে উঠে। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেছেন । সকালের লাশ উদ্ধার করে আমিন কে আটক করা হলেও এর বেশ কয়েক ঘন্টা পর বিকাল ৫.০০টার দিকে সাংবাদিকদের স্বীকারোক্তির কথা জানায় পুলিশ। আরো জানা যায় যে, নবীগঞ্জ উপজেলা বাউসা ইউনিয়নের কামিরাই (টুকাকান্দি) গ্রামের লন্ডনী প্রবাসী মরহুম হাজী জরিপ উল্লা কন্যা একই গ্রামের জাবিদ উল্লার স্ত্রী আমেনা আক্তার (৪৫) কে তার বসত ঘরে হাত বাধা গলাকাটা বিছানায় বালিশ চাপা অবস্থায় পাওয়া যায়। ঐ বাড়ীর লোকজন জানান সকালে নিহত আমেনা আক্তারের ছেলে স্থানীয় একটি মাদ্রাসায় গেলে এস এস সি পরীক্ষায় উর্ত্তীণ হওয়ায় আমিন আহমেদ মাকে খাবারের জন্য ডাক্তার গেলে মায়ের ঘরের দরজা খুলা দেখতে পায়। পরে পাশের ঘর থেকে তার বাবাকে ডেকে এনে ঘরে ঢুকে দেখেন বিছানায় তার মায়ের হাত বাধা মৃত দেহ পরে আছে। গলার উপর বালিশ চাপা দেওয়া রয়েছে। বালিশ সরিয়ে দেখেন আমেনা গলা কাটা। আমেনার ছেলে জানিয়েছে তার মায়ের অন্য লোকের পরকিয়া আছে তাহা সে মেনে নিতে পারেনি। গত রাতে আমিন তার মাকে ঘুমের ঔষধ খাওয়ার এক পর্যায়ে ঘুমস্থ অবস্থায় হাত পা বেধে চুরি দিয়ে হত্যা করে তার স্বীকারোক্তি মতে হত্যায় ব্যবহৃত চুরি উদ্ধার করা হয়েছে।