লেফটেন্যান্ট মতিউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে লোহাগড়ায় স্মরণসভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত

02(1)
কাজী আশরাফ, লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি: মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর বীরমুক্তিযোদ্ধা এম. এম. মতিউর রহমানের ৩৭ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় স্মরনসভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২০ মে) উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও মতিউর রহমান স্মৃতি সংঘের উদ্যোগে সকালে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ ও আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় । পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন হল রুমে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক এর সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলেন কার্যনির্বাহী সদস্য মুন্সী নজরুল ইসলাম, মিয়া মুজিবর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএম গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকতা মনিরা পারভীন, পৌর মেয়র আশরাফুল আলম, মতিউর রহমানের ছেলে মোঃ সুজন রহমান, পৌর কাউন্সিলর আনিচুর রহমান, মুক্তিযোদ্ধা হুমাউন কবির, ছালকিন বাচ্চা, আঃ হামিদ,শামসুল আলম কচি,এ্যাডঃ আলমগীর সিদ্দিক, এ্যাডঃ মফিজুর রহমান, এ্যাডঃ আব্দুল মতিন প্রমুখ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৩৬ সালে ১লা ডিসেম্বর মাসে তাঁর জন্ম, ১৯৬৮ সালের ২১ এপ্রিলে আগরতলা ষড়যন্ত্র মামলায় কারাবরণ করেন। ১৯৮০ সালের মে মাসের ২০ তারিখে উপজেলার এই শ্রেষ্ঠ সন্তান লেফটেন্যান্ট এম এম মতিউর রহমান চিরবিদায় নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *