লক্ষ্মীপুরের রামগঞ্জে ব্যবসায়ীকে অপহরন করে নির্যাতন মুক্তিপন দিয়ে উদ্ধার ॥ গ্রেফতার ১
রামগঞ্জ(লক্ষ্মীপুর)প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের আথকরা বাজারের ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিন আহাদকে স্থানীয় চিহিৃত সন্ত্রাসী কাউছার ও ইউসুফসহ ৫জনের একটি গ্রুপ অস্ত্রের মুখে জিম্মি করে দোকান থেকে টেনে-হিছড়ে চোখ বেঁেধ অপহরন করে নিয়ে যায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায়। আহাদ ভোলাকোট ইউনিয়নের আথাকরা গ্রামের গনি মিয়া ব্যাপারী বাড়ির হাসান মিয়ার ছেলে। সৃষ্ট ঘটনায় আহাদের পিতা হাসান মিয়া বাদী হয়ে রামগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে এস আই আশরাফ ঘটনার মূল হোতা কাউছারকে শনিবার দুপুরে গ্রেফতার করতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আথাকরা বাজার গার্মেন্ট ব্যবসায়ী নাসির উদ্দিন আহাদকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে চিহিৃত সন্ত্রাসী কাউছার-ইউসুফসহ ৫জনের একটি গ্রুপ অস্ত্রের মুখে জিম্মি করে অপহরন করে নিয়ে যায়। পরে রাত ২টায় পাশ্ববর্তী দেহলা গ্রামের হাজী বাড়ির পরিত্যাক্ত বাগানে নিয়ে হাত-পা বেঁধে লোহার রড়, হকিস্টিক ও কাঠের টুকরো দিয়ে এলোপাতাড়ি পিঠিয়ে গুরুতর আহত করে আহাদের পিতা হাসান মিয়াকে মোবাইলে ৩লক্ষ টাকা মুক্তিপন দাবি করে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য ফোন করে। পরে মুক্তিপনের কিছু টাকা দিয়ে আহাদকে উদ্ধার করে দ্রুত রামগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেন। অপহরন কারী কাউছার দেহলা গ্রামের হাতুড়িয়া বাড়ির ও ইউসুফ একই গ্রামের আকালা বাড়ির ইউনুছ মিয়ার ছেলে। ব্যবসায়ীর পিতা হাসান বলেন,শুক্রবার ভোর রাতে আমি হাজী বাড়ির বাগানে গিয়ে মুমুর্ষ ছেলের হাত-পা বাঁধা অবস্থায় ছেলেকে দেখে হতবম্ভ হয়ে যাাই, পরে অপহরকারী কাউছারকে অনেক কষ্টে ১০ হাজার টাকা দিয়ে বাকী টাকার জন্য তিনদিনে সময় নিয়ে সাদা কাগজে লিখিত দিয়ে ছেলেকে মুক্ত করে নিয়ে অসি। মামলার তদন্তলকারী কর্মকর্তা এস আই আশরাফুল ইসলাম জানান, অপহরন মামলার আসামী কাওছার নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতার করা জন্য চেষ্টা চলছে খুব শীঘ্রই তাদেরও গ্রেফতার করা হবে।