টাঙ্গাইলের গোপালপুরে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন
এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের গোপালপুরে ১২ মে শুক্রবার আজগড়া সায়মা ওয়াজেদ পুতুল অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়। হাদিরা ইউনিয়নের আজগড়া গ্রামের প্রতিষ্ঠিত বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আমিনুল ইসলাম তালুকদার নিক্সন’র সভাপতিত্বে প্রধান অতিথি শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন, স্মার্ট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর গাউছুল আজম শিমু ও গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আল মামুন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জের কাজিপুর আলহাজ্ব ফরহাদ আলী ডিগ্রি কলেজের প্রভাষক আবদুল্লাহ আল মামুন, মধুপুর বহুমুখী মডেল টেকনিক্যাল ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর মো. শাহ্ আলম, আজগড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, সহকারি শিক্ষক একরামুল হক, ইউপি সদস্য রেজাউল করিম ও জাহাঙ্গীর হোসেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও ফজলুল হকসহ উক্ত অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ৬০জন প্রতিবন্ধী শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা, অটিজম এবং নিওরোডেভলোপমেন্টাল ডিজঅর্ডার বিষয়ক বাংলাদেশ ন্যাশনাল এডভাইজারি কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ পুতুল’র নামে বিদ্যালয়টির নামকরণ করা হয়েছে।