মোল্লাহাটে চাচা শশুরের নেতৃত্বে হামালায় গৃহবধূর গর্ভপাত
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: মোল্লাহাটে চাচা শশুরের নেতৃত্বে ন্যাক্কার জনক হামলায় গৃহবধূর গর্ভপাত ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আড়–য়াডিহি গ্রামে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় গুরুতর আহত শেফালী বেগমকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৃহবধূর স্বামীসহ ওই পরিবারে কয়েক সদস্য জানান-আড়–য়াডিহি গ্রামের শুকুর আলী (৫৫) ও তার বড় ভাইয়ের তিন ছেলের সকলে তাদের পরিবারসহ একই ভিটায় বসবাস করেন। ঘটনার সময় ভাতিজা মোঃ আসলাম শেখ’র স্ত্রী শেফালী বেগম (৩৫) বাড়ীর উঠানের এক কোণে খড়ের পালা/গাদা করছিল। ওই সময় চাচাশশুর শুকুর আলীর নেতৃত্বে তার তিন ছেলে উক্ত গৃহবধূকে প্রথমে খড় পালা/গাদা করতে নিষেধ করে। গৃহবধূ নিষেধ উপেক্ষা করে নিজের স্বামীর জমিতে খড় রাখছেন বলে কাজ করতে থাকেন। তাৎক্ষণিক শুকুর আলী ও তার ছেলেরা লাঠি দিয়ে এলোপাথাড়ী পেটাতে থাকে গৃহবধূকে। উক্ত গৃহবধূকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হণ শাশুড়ী জহরা বেগম (৮৫) ও ভাসুরের স্ত্রী পারুল (৩৭)। উক্ত হামলার ঘটনায় শেফালী গেমের তিন মাসের গর্ভপাত ঘটেছে মর্মে অভিযোগ করেছেন তার স্বামী মোঃ আসলাম শেখ।