মাগুরার শ্রীপুরে নাকোল রাইচরণ মাধ্যামিক বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণে মানব বন্ধন
মাগুরা প্রতিনিধি: ২০১৭ সালের. নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের এস.সি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণে ”বিদ্যালয়ের নয় শিক্ষার উন্নতি চাই”।এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার বিকালে নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন।নাকোল বাজার চৌরঙ্গী মোড় স্থানীয় সেচ্ছাসেবি সংগঠন পঞ্চগ্রাম একতা সংঘের উদ্যগে এক মানব বন্ধনের আয়োজন করা হয়।এ মানব বন্ধনে নাকোল রাইচরণ মাধ্যামিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবক,নাকোল বাজার বণিক সমিতি, স্বেচ্ছাসেবী সংগঠন জিপ্সি, ভ্যগাবন্ড, কুতুব কফি কর্ণার ও সুশিল সমাজের ও স্থানীয় নেতৃবৃন্দ। মানব বন্ধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলেচনা সভায় নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের প্রভাসক র্মিজা নাহিদ হোসেন,সিকদার কুতুবউদ্দিন লাভলু,ওন্তু,সোহেল রানা মির্জা আতোয়ার রহমান প্রমুখ। এ যেন স্কুল নয় কোচিং সেন্টার, নাকোল স্কুলের শিক্ষা ব্যবস্থার অন্য পিঠেই আলো, নাকোল স্কুলের শিক্ষা ব্যবস্থায় আমরা ব্যথিত। শতবর্ষি এ বিদ্যালয়ে এরকম ফলাফল আমরা কখনই আশা করিনা।এলাকাবাসী ভবিষ্যতে বিদ্যালয়ের কচিং করানো ও গাইড ব্যবসা বন্ধ করার জন্য জোর দাবী এবং শিক্ষার মান বাড়ানোর উপর তাগিদ দেন।অনুষ্ঠানে পৃষ্টোপোষকতায় নাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুনুর রশিদ মুহিত।